এইদিন ওয়েবডেস্ক,পালামু,১৬ ফেব্রুয়ারী : মহাশিবরাত্রি উদযাপনের আগে ঝাড়খণ্ডের পালামুতে সাম্প্রদায়িক সংঘর্ষের ঘটনা ঘটল । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পালামুর পাঙ্কি ব্লকে । মিডিয়া রিপোর্ট অনুযায়ী,আগামী ১৮ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উদযাপনের জন্য স্থানীয় হিন্দুরা ওই দিন সকাল ৯ টা নাগাদ পালামুর পাঙ্কি ব্লকে ভগত সিং চকে স্বাগত তোরান দ্বার তৈরি করছিল । কিছুটা পাশেই রয়েছে একটি মসজিদ । তোরান দ্বার তৈরির সময় মুসলিম সম্প্রদায়ের লোকেরা এই গেট নির্মাণের বিরোধিতা করে। প্রথমে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়, যা পরে সংঘর্ষ ও পাথর ছোড়াছুড়িতে রূপ নেয় ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পার্শ্ববর্তী পিপরাটান্ড, লেহাসিগঞ্জ এবং তারাহাসি সহ আশেপাশের এলাকা থেকে প্রচুর পুলিশ বাহিনী এনে পাঙ্কিতে মোতায়েন করা হয় । ততক্ষণে প্রায় এক ডজন লোক আহত হয় বলে খবর । পালামু শহরের এসপি সিকে সিনহা বলেছেন যে তিনটি থানা থেকে প্রচুর পুলিশ কর্মীদের মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে । আমরা কয়েকজন দুষ্কৃতীকে আটক করেছি । দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।
জানা গেছে, মুসলিম সম্প্রদায়ের একজন সদস্য প্রথমে স্থানীয় মন্দির কমিটির সদস্য নিরঞ্জন সিংকে আক্রমণ করে । যার পরে দু’পক্ষের মধ্যে পাথর নিক্ষেপ শুরু হয় । পালামুর আইজি রাজকুমার পালামু এএনআইকে বলেছেন,’২-৩টি ঘর আংশিক আগুনে পুড়ে গেছে। পুলিশের ২টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । ৪ জন পুলিশ সদস্য আহত হয়েছেন । পরিস্থিতির গুরুত্ব মাথায় রেখে এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং ২৪ ঘন্টার জন্য ইন্টারনেট পরিষেবা স্থগিত করা হয়েছে । তিনি বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকায় ক্যাম্প করে সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন । বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে ।’ পাশাপাশি তিনি কোনো প্রকার গুজবে কান না দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ।।