শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২৪ এপ্রিল : তীব্র দাবদাহে ঝাড়খণ্ডের বাসিন্দা এক খেতমজুরের মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে । মৃতের নাম পিটো মান্ডি(২৮) । ঝাড়খণ্ডের পাকুর জেলায় তার বাড়ি । বুধবার দুপুরে খাওয়া দাওয়ার পর তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাকে মন্তেশ্বর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন । আজ বৃহস্পতিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কালনা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ ।
জানা গেছে,দিন আষ্টেক আগে মন্তেশ্বর থানার লস্করপুরের বাসিন্দা জামাল আক্তার মণ্ডল নামে এক কৃষকের ধান কাটার কাজ করতে আসে ঝাড়খণ্ডের পাকুর জেলার ১০ জন শ্রমিকের একটি দল । সেই দলেই ছিলেন পিটো মান্ডি নামে ওই যুবক। জামাল আক্তার জানান, বুধবার সকালে দলটি খাওয়া দাওয়ার পর মাঠে ধান কাটার কাজ করতে যায় । তারপর বেলা ১২ টা নাগাদ তারা দুপুরের খাবার খেতে ঘরে আসে ।
তিনি বলেন,খাওয়া দাওয়ার পর পিটো মান্ডি ফোনে কারোর সঙ্গে গল্প করছিল । সেই সময় হঠাৎ তার গোটা শরীর কেঁপে ওঠে । তারপর সে নিস্তেজ হয়ে উলটে পড়ে যায় । তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু শেষ রক্ষা হয়নি ।’ প্রসঙ্গত,শষ্যগোলা পূর্ব বর্ধমানে বর্তমানে বোরো ধান কাটার কাজ চলছে । এদিকে শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ । মাঝে দু’দফায় বৃষ্টিপাতে সাময়িক স্বস্তি মিললেও তাপপ্রবাহ অব্যাহত আছে । এমন পরিস্থিতিতে মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন কৃষি শ্রমিকরা ।।

