এইদিন ওয়েবডেস্ক,রাঁচি,০৯ নভেম্বর : ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের একটি বড় ধাক্কায়, আয়কর বিভাগ আজ শনিবার রাঁচি এবং জামশেদপুরে তার ব্যক্তিগত সচিব সুনীল শ্রীবাস্তবের অন্তর্গত কমপক্ষে ১৭ টি জায়গায় অভিযান চালিয়েছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রাঁচিতে সাতটি এবং জামশেদপুরের নয়টি জায়গায় অভিযান চালানো হচ্ছে। সুনীল শ্রীবাস্তবের বাড়ি রাঁচির ৪ নম্বর অশোক নগর রোডের সামনে। বিধানসভা নির্বাচনের সময় হাওয়ালার মাধ্যমে টাকা লেনদেনের খবর পেয়ে এই অভিযান চালানো হয় বলে জানা গেছে।
এর আগে গত ২৬ অক্টোবর রাঁচির আয়কর বিভাগ, জামশেদপুর, গিরিডিহ এবং কলকাতার ৩৫ টি স্থানে অভিযান চালিয়েছিল৷ সেই সময় প্রায় ১৫০ কোটি টাকার বেনামি সম্পদ এবং বিনিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। অভিযানে ব্যবসায়ীদের হিসাব বইয়ের সঙ্গে মিলে ৭০ লাখ টাকা বাজেয়াপ্ত করে ব্যাংকে জমা দেওয়া হয়। যদিও আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ নেই, তবে আজকের এই অভিযানের সঙ্গে সেই ঘটনা যুক্ত বলে জানা গেছে ।।