এইদিন ওয়েবডেস্ক,জুরিখ,০৩ মার্চ : সপ্তাহের সপ্তম দিন,শনিবার, ইহুদি ধর্মে বিশ্রামের দিন, ওই দিনটিকে বলা হয় শাব্বোস(Shabbos) । বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে ইহুদিরা । শাব্বোস সমাপ্তির পরপরই সুইজারল্যান্ডের (Switzerland) জুরিখের (Zurich) সেলনাউ (Selnau) জেলায় ৫০ বছরের এক ইহুদী ব্যক্তির ওপর ছুরি নিয়ে হামলা চালিয়েছে ১৫ বছরের এক জিহাদি কিশোর । এলোপাথাড়ি ছুরির কোপে গুরুতর আহত হয়েছেন ওই ইহুদী ব্যক্তি । হামলাকারী মুসলিম কিশোরকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে জুরিখ সিটি পুলিশ এবং আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে ।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে ব্লিক নিউজ সাইট জানিয়েছে,আততায়ী কিশোর নিষ্ঠুর আচরণ প্রদর্শন করেছিল, এমনকি আটক হওয়ার পরেও হাসছিল। প্রাথমিক রিপোর্টে হামলার সময় হামলাকারীর “ইহুদিদের মৃত্যু” বা “ইসরায়েলের মৃত্যু” এর মতো ঘৃণ্য স্লোগান দিচ্ছিল । ঘটনার প্রতিক্রিয়ায়, সুইস ফেডারেশন অফ ইহুদি সম্প্রদায় (SIG) ইহুদি সম্প্রদায়ের মধ্যে নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন ঘোষণা করেছে।।