এইদিন স্পোর্টস নিউজ,০১ নভেম্বর : নবি মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় সেমিফাইনালে জেমিমা রদ্রিগেজের দুর্দান্ত সেঞ্চুরি ভারতীয় মহিলা দলকে বিশ্বকাপের ফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিল।
জেমিমার ১৩৪ বলে অপরাজিত ১২৭ রানের ইনিংসে ভারত ৯ বল বাকি থাকতেই জয়লাভ করে। এটি ছিল মহিলাদের ওয়ানডে ইতিহাসে ভারতের সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড। আজ রবিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শিরোপার জন্য লড়বে ভারত।
জয়ের পর ড্রেসিংরুমে রড্রিগেজকে জমকালো অভ্যর্থনা জানানো হয়। সকল খেলোয়াড় তাকে আলিঙ্গন করে শুভকামনা জানান। জেমিমাও খেলোয়াড়দের উদ্দেশে উৎসাহব্যঞ্জক কথা বলেন। বিসিসিআই এই আবেগঘন মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেছে।ভিডিওতে জেমিমাকে তার সতীর্থদের বলতে দেখা যাচ্ছে যে আমরা মিলতভাবে এই সব করেছি। আর মাত্র এক ধাপ বাকি আছে।।

