এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,১৩ অক্টোবর : প্রেমের টানে বাংলাদেশে গিয়ে মর্মান্তিক পরিনতি হল উত্তর প্রদেশের হাসানপুরের বাসিন্দা জাভেদ খান (২৯) নামে এক যুবকের । বাংলাদেশের বরিশালে প্রেমিকার সঙ্গে দেখা করতে আসার দুই দিন পরেই তাঁর মৃত্যু হয়েছে । সোমবার তাকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছিল । অবস্থার অবনতি হওয়ায় বুধবার ভোরে ঢাকায় রেফার করে দেওয়া হয় । কিন্তু রাস্তাতেই মৃত্যু হয় তার । শেবাচিম হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. রিফাতুল হায়দার বলেন, ‘নিহত যুবকের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি ।’ অন্যদিকে জাভেদ খানের প্রেমিকা বরিশাল শহরের ভাটিখানা এলাকার বাসিন্দা ফাতেমা তুজ-জোহরা খুশির দাবি,’সোমবার রাতে জাভেদের বুকে ব্যথা হলে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছিলেন । বুধবার ভোর রাতে ঢাকা নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। অসুস্থ হয়ে পড়া এবং পরে মৃত্যুর খবর জাভেদের পরিবারকে জানিয়েছি।’
জানা গেছে,ফাতেমা তুজ-জোহরা খুশির সঙ্গে ফেসবুকে পরিচয় জাভেদের । ক্রমে দু’জনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন । প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য গত ৯ অক্টোবর বরিশালে এসে শহরের কাটপট্টি সড়কের একটি হোটেলে উঠেছিলেন জাভেদ । হোটেলের রিসেপশনিস্ট মহম্মদ সাব্বির জানান,হোটেলের ৪১০ নম্বর ঘরে ছিলেন ওই ব্যক্তি । বন্ধু পরিচয় দিয়ে এক তরুণী হোটেলে ভারতীয় যুবকের সঙ্গে দেখা করতে এসেছিলেন । পরের দিন অর্থাৎ ১০ অক্টোবর বিকেলে তিনি হোটেলের ঘর ছেড়ে দেন । পরে শোনা যায় ওই ভারতীয় যুবকের নাকি মৃত্যু হয়েছে ।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার মোহম্মফ সাইফুল ইসলাম জানান,ভারতীয় নাগরিক জাভেদ খান ৯ অক্টোবর সকালে বরিশালে এসেছিলেন । পরের দিন ১০ অক্টোবর অসুস্থ হয়ে তিনি শেবাচিম হাসপাতালে ভর্তি হন । বুধবার ভোর রাত ৪ টার দিকে শেবাচিম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে জাভেদ খান মারা যান । এই ঘটনায় বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ।
তিনি আরও জানান, ময়নাতদন্তের শেষে জাভেদ খানের মৃতদেহ শেবাচিম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। ভারতীয় দূতাবাসের সিদ্ধান্ত অনুযায়ী দেহ হস্তান্তর করা হবে ।।