এইদিন স্পোর্টস নিউজ,০৩ ফেব্রুয়ারী : বিশাখাপত্তনম টেস্টে যশস্বী জয়সওয়ালের ডাবল সেঞ্চুরি এবং জাসপ্রিত বুমরাহের ৬ উইকেটের পর জয়ের আশা দেখছে ভারত । ভারত প্রথম ইনিংসে ৩৯৬ রান করেছে । জবাবি ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ২৫৩ রানে গুটিয়ে যায় । জসপ্রিত বুমরাহের বিধ্বংসী বোলিংয়ের সামনে ভেঙে পড়ে ইংলিশ মিডল অর্ডার। একমাত্র ওপেনার জ্যাচ ক্রাউলি ৭৬ রান করেছেন এবং অধিনায়ক বেন স্টোকস ৪৭ রান করেন । বুমরাহ ১৫.৫ ওভারে মাত্র ৪৫ রান দিয়ে ৬ উইকেট নেন। কুলদীপ যাদব ৭১ রানে ৩ উইকেট নেন। ক্রাউলির উইকেট নিয়েছেন অক্ষর প্যাটেল ।
প্রথম দিনে ১৭৯ রান করা জয়সওয়াল দ্বিতীয় দিনেও একই ফর্ম অব্যাহত রাখেন। ২৯০ বলে ২০৯ রান করে জিমি অ্যান্ডারসনের বলে জনি বেয়ারস্টোর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান । তখন ভারতের সংগ্রহ ৩৮৩ রান। যশস্বী ছাড়াও, শুধুমাত্র শুভমান গিল ৩৪ রান করেছেন এবং রজত পাদিদার করেছেন ৩২ রান । দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ২৮ রান । ভারত ১৭১ রানে এগিয়ে আছে । ১৫ রানে এবং অধিনায়ক রোহিত শর্মা ১৩ রানে ক্রিজে আছেন ।।