এইদিন স্পোর্টস নিউজ,১৫ ডিসেম্বর : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে ৫ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন জসপ্রিত বুমরাহ। আবারও বুমরাহ তার মারাত্মক বোলিং দিয়ে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের নতজানু করলেন । সেই সঙ্গে বুমরাহ ৫ উইকেট নিয়ে একটি বিশেষ রেকর্ড গড়েছেন । বুমরাহ এখন SENA দেশগুলিতে (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া) ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচ উইকেট শিকারী হয়েছেন। এতে করে কপিল দেবের রেকর্ড ভাঙলেন বুমরাহ। অষ্টমবারের মতো বিভিন্ন দেশে ৫ উইকেট নেওয়ার রেকর্ড এখন বুমরাহের দখলে৷ কপিল দেব সেনা দেশে তার টেস্ট ক্যারিয়ারে ৭ বার ৫ উইকেট নিয়েছিলেন । এছাড়া জহির খান তার টেস্ট ক্যারিয়ারে ৬ বার এই কীর্তি গড়েছেন ।
৭ বার – কপিল দেব
৬ বার – জহির খান
৬ বার – বি চন্দ্রশেখর
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচেও বুমরাহ ৫ উইকেট নিতে পেরেছিলেন। এবার তৃতীয় টেস্ট ম্যাচে ৫ উইকেট নিয়ে ইতিহাস গড়লেন বুমরাহ। টেস্টে দ্বাদশ বারের মতো ৫ উইকেট নিলেন বুমরাহ। এছাড়াও, বুমরাহ ভারতের বাইরে টেস্টে দশম বারের মতো ৫ উইকেট নিতে সক্ষম হয়েছেন। এতে করে অনিল কুম্বলের সমকক্ষ করেছেন বুমরাহ। বিদেশের মাটিতে টেস্টে কুম্বলে ১০ বার ৫ উইকেট নিয়েছেন।
এশিয়ান বোলারদের দ্বারা সর্বাধিক ৫ উইকেট নেওয়া :
১১- ওয়াসিম আকরাম
১০ – মুত্তিয়া মুরালিধরন
৮ – ইমরান খান
৮ – জাসপ্রিত বুমরাহ
৭ – কপিল দেব
বিদেশের মাটিতে সবচেয়ে বেশি ৫ উইকেট নেওয়া ভারতীয় খেলোয়াড় :
১২ – কপিল দেব
১০ – জসপ্রিত বুমরাহ
১০- অনিল কুম্বলে
৯- ইশান্ত শর্মা
৮ – ভাগবত চন্দ্রশেখর
৮- আর অশ্বিন
এর সাথে সাথে বুমরাহ ভারতের দ্বিতীয় দ্রুততম বোলার হয়েছেন যিনি টেস্টে সবচেয়ে বেশিবার ভারতের হয়ে ৫ উইকেট নিয়েছেন। এতে করে জহির খানকে পিছনে ফেলে দিয়েছেন বুমরাহ।
বুমরাহ গড়লেন অনন্য রেকর্ড
২৩ – কপিল দেব
১২ – জসপ্রিত বুমরাহ
১১ – জহির খান
১১ – ইশান্ত শর্মা
১০ – জওয়াগল শ্রীনাথ ।।