এইদিন ওয়েবডেস্ক,এজবাস্টন,০৩ জুলাই : এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের এক ওভারে ৩৫ রান তুলে বিশ্ব রেকর্ড করলেন জসপ্রীত বুমরাহ । ওই ওভারে মোট ৮ টি বল করতে হয়েছে স্টুয়ার্ট ব্রডকে । তার মধ্যে দুই ছক্কা ও চারটি চার মেরেছেন বুমরাহ । ওয়াইড বলে চার হয়েছে একটি।
টেস্টে এক ওভারে সর্বোচ্চ রান তোলার রেডর্কটি এযাবৎ ছিল ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন তারকা ব্রায়ন লারার দখলে । ২০০৩ সালে জোহানেসবার্গে রবিন পিটারসেনের এক ওভারে ২৮ রান নিয়েছিলেন ব্রায়ান লারা। ১৯ বছর পর লারার সেই রেকর্ড ভেঙে দিলেন বুমরাহ । রেকর্ড ভাঙায় শুভেচ্ছা জানিয়ে টুইটারে লারা লেখেন, ‘তরুণ জসপ্রীত বুমরাহকে শুভেচ্ছা জানাতে আপনারা আমার সঙ্গে যোগ দিন। টেস্টের ইতিহাসে এক ওভারে সর্বাধিক রানের রেকর্ড ভেঙেছে ও । ওয়েল ডান ।’
এজবাস্টন টেস্টের প্রথম ইনিংসে ভারত ৪১৬ রানে অলআউট হয়েছে । ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা দুইজনেই সেঞ্চুরি করেছেন । এর মধ্যে পন্থের সংগ্রহ ১৪৬ রান । প্রথম দিনই তিনি আউট হয়েছিলেন । অন্যদিকে প্রথম দিনের ব্যক্তিগত ৮৩ রানের পর দ্বিতীয় দিনে শতক পূর্ণ করেন জাদেজা । মোট ১০৪ রান করে তিনি আউট হন ।।