এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,১২ অক্টোবর : বাংলাদেশের সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী কালী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেবীকে উপহার দেওয়া সোনার মুকুট এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ৷ এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। সাপ্তাহিক ব্লিটিজ পত্রিকার সম্পাদক এক্স-এ লিখেছেন,’কেন দেবী কালীর মুকুট এখনও পুনরুদ্ধার হয়নি? যদিও ভারত ঢাকার ভারতীয় হাইকমিশন এর মাধ্যমে ২০২১ সালে কিংবদন্তি যশোরেশ্বরী কালী মন্দিরের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপহার দেওয়া মুকুট চুরির বিষয়ে কর্তৃপক্ষের কাছে তার অসন্তোষ প্রকাশ করেছে, গত ১২ অক্টোবর রাত পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি। অপরাধী বা মুকুটের কোনো হদিস নেই। যতক্ষণ না মামলা দায়ের করা হয়, অপরাধীকে গ্রেফতার করা হয় এবং মুকুট পুনরুদ্ধার করা না হয়, আমি ঘন ঘন টুইট করতে থাকব, যখন ‘এক্স’-এ আমার বন্ধুরা তা রিটুইট করার মাধ্যমে ছড়িয়ে দিতে থাকবে।’
ভারতীয় হাইকমিশন বলেছে, ২০২১ সালে প্রধানমন্ত্রী মোদীর ঢাকা সফরের সময় সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী দেবী কালীকে উপহার দেওয়া সোনার মুকুট চুরি হয়ে গেছে শুনে গভীরভাবে দুঃখিত। ঢাকায় ভারতীয় হাইকমিশন বলেছে যে তারা বাংলাদেশ সরকারকে তদন্ত করে দোষীকে খুঁজে বের করার জন্য ব্যবস্থা নিতে অনুরোধ করছে । এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা টি-শার্ট ও জিন্স পরা এক অজ্ঞাত ব্যক্তি মন্দিরে প্রবেশ করে এবং দেবীর মাথা থেকে মুকুট খুলে টি-শার্টের পিছনে ভরে মন্দির চত্বর দিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে যায় । গত ১০ অক্টোবর চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০২১ সালের ২৬-২৭ মার্চ, তার দুই দিনের বাংলাদেশ সফরের সময় মুকুটটি উপহার দেন। তিনি সাতক্ষীরার শতাব্দী প্রাচীন যশোরেশ্বরী কালী শক্তিপীঠে গিয়ে দেবীকে পূজো করে আসেন । সাতক্ষীরা জেলার যশোরেশ্বরী দেবী কালীর মন্দির এবং পুরাণ ঐতিহ্যের ৫১টি শক্তিপীঠের অন্যতম । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেবীর কাছে সোনার প্রলেপ সহ একটি হাতে তৈরি রৌপ্যের মুকুট উপহার দিয়েছিলেন ৷ যা স্থানীয় কারিগররা তিন সপ্তাহ ধরে তৈরি করেছিলেন। সফরের সময়, প্রধানমন্ত্রী মোদী মন্দির কমপ্লেক্সে একটি কমিউনিটি হল এবং একটি ঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য অনুদান ঘোষণা করেছিলেন। এই আশ্রয়স্থল জলবায়ু প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে এবং উপাসনার স্থান হিসেবেও কাজ করে।।