এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৯ মার্চ : আগামী পাঁচ বছরে ভারতে ৫ ট্রিলিয়ন ইয়েন অথবা ৩.২০ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করবে জাপান । শনিবার নয়াদিল্লিতে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে এক যৌথ বিবৃতিতে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা দু’দিনের জন্য ভারত সফরে এসেছেন । তাঁর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘ভারত-জাপান মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বে অগ্রগতি হয়েছে। জাপান ভারতের অন্যতম বড় বিনিয়োগকারী। মুম্বাই-আহমেদাবাদ হাই-স্পিড রেল করিডরে ‘এক দল-এক প্রকল্প’ হিসেবে কাজ করছে ভারত ও জাপান ।’ তিনি আরও বলেন,’ভারত ও জাপানের মজবুত সম্পর্কে কেবল উভয় দেশ উপকৃত হবে না,পরন্তু ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা বাড়াতেও সাহায্য করবে ।’
জাপানের প্রধানমন্ত্রী কিশিদা এদিন ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের সমালোচনা করেছেন । তিনি বলেন,’এটি একটি গুরুতর বিষয়, এটি আন্তর্জাতিক নিয়মের ভিত্তিকে নাড়া দিয়েছে । আমরা এই সমস্যা নিয়ে আলোচনা করেছি। শক্তি প্রয়োগ করে স্থিতাবস্থা পরিবর্তনের একতরফা প্রচেষ্টাকে অনুমোদন দেওয়া উচিত নয় ।’ তিনি বলেন, ‘জাপান ও ভারত একসাথে যুদ্ধ শেষ করার চেষ্টা চালিয়ে যাবে এবং ইউক্রেন ও তার প্রতিবেশী দেশগুলোকে সাহায্য প্রদান অব্যাহত রাখবে ।’ সেই সঙ্গে রাশিয়া ও ইউক্রেনের উদ্দেশ্যে তিনি বার্তা দেন, ‘উভয় দেশের উচিত একসঙ্গে কাজ করা এবং একটি উন্মুক্ত ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য প্রচেষ্টা বৃদ্ধি করা ।’ ভারতে বিনিয়োগের ঘোষণার পাশাপাশি জাপান ও ভারত ক্লিন এনার্জি পার্টনারশিপ জোরদার করতে এবং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের জন্য এদিন ৬ টি চুক্তিতে সই করেছে ।।
ছবি : ট্যুইটার থেকে নেওয়া ।