এইদিন ওয়েবডেস্ক,টোকিও,০৯ জানুয়ারী : চীনের কাছের দ্বীপগুলোতে গোলাবারুদ ও অস্ত্রের ডিপো তৈরি করবে জাপান । জাপানের প্রতিরক্ষা মন্ত্রক রবিবার আন্তর্জাতিক গণমাধ্যমকে জানিয়েছে, তাইওয়ান নিয়ে সম্ভাব্য সংঘাতের প্রস্তুতি হিসাবে এই পদক্ষেপ নেওয়ার কথা ভাবা হচ্ছে । আন্তর্জাতিক মিডিয়ার প্রতিবেদন অনুসারে,অস্ত্রের ডিপো স্থাপন করা হলে যুদ্ধকালীন পরিস্থিতিতে চীনের নিকটবর্তী দ্বীপগুলিতে নিয়োজিত জাপানের সশস্ত্র বাহিনীকে পর্যাপ্ত ও দ্রুত সমরাস্ত্র সরবরাহ করা সহজ হয়ে যাবে ।
বর্তমানে জাপানে প্রায় ১,৪০০ টি গোলাবারুদ ডিপো রয়েছে, যার ৭০ শতাংশ দেশটির সবচেয়ে উত্তরের দ্বীপ হোক্কাইডোতে অবস্থিত । জাপানের প্রতিরক্ষা মন্ত্রকের অনুমান,আগামী দশকে দেশটির স্থল বাহিনীর জন্য অস্ত্র ও গোলাবারুদের প্রায় ৯০ টি অতিরিক্ত গুদামের প্রয়োজন হবে এবং নৌবাহিনীর জন্য আরও ৪০ টি গুদামের প্রয়োজন হবে । খবরে বলা হয়েছে, টোকিও এই বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ এবং দ্বীপগুলোর বাসিন্দাদের সঙ্গে দ্রুত আলোচনা শুরু করবে । উল্লেখ্য,চীন ও উত্তর কোরিয়ার ক্রমাগত হুমকির কারনে জাপান তার নিরাপত্তা নীতিতে ঐতিহাসিক পরিবর্তন আনতে চাইছে। সেই লক্ষ্যে দেশের প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াতে চাইছে দ্বীপরাষ্ট্র জাপান ।।