এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,২৮ ডিসেম্বর : বুধবার সকালে জম্মু-কাশ্মীরের সিদরাহ (Sidrah) এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়েছে । এনকাউন্টারে দুই সন্ত্রাসবাদী খতম হয়েছে বলে খবর । তবে নিরাপত্তা বাহিনীর কোনো ক্ষতি হয়নি । জানা গেছে,সন্ত্রাসীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এদিন সকাল প্রায় ৭ টা নাগাদ সিদরাহ এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি যৌথ দল কর্ডন এবং অনুসন্ধান অভিযান শুরু করে । বাহিনী সন্দেহজনক স্থানের দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা বাহিনীর উপর গুলি চালাতে শুরু করে । পাল্টা এনকাউন্টার শুরু করে সেনাবাহিনী । সেনার গুলিতে ২ জন সন্ত্রাসবাদী খতম হয়েছে এবং দুই থেকে তিনজন সন্ত্রাসবাদী এখনো লুকিয়ে আছে বলে মনে করা হচ্ছে । বর্তমানে ব্যাপক গোলাগুলি চলছে এলাকায়। সকাল ৭টা ৩৪ মিনিটে নাগাদ একটি জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায় ।
অন্যদিকে জম্মু-কাশ্মীরের এলওসি রামপুর সেক্টর থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে সেনা ও জম্মু কাশ্মীরের পুলিশের যৌথবাহিনী । উদ্ধার হওয়া অস্ত্রসস্ত্রের মধ্যে রয়েছে ৮ টি একে রাইফেল, চীনা পিস্তল,প্রচুর লোডেড ম্যাগাজিন সহ অন্যান্য যুদ্ধ সরঞ্জাম ।।