এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৮ ডিসেম্বর : বুধবার সকালে জম্মুর সিধরা এলাকায় যৌথবাহিনী এনকান্টারে ৪ সন্ত্রাসবাদীকে খতম করেছে নিরাপত্তা বাহিনী । ঘটনা প্রসঙ্গে এডিজিপি জম্মু জোন মুকেশ সিং সাংবাদিকদের বলেছেন,প্রজাতন্ত্র দিবসের পরিপ্রেক্ষিতে আমরা সীমান্ত নিরাপত্তাবাহিনীকে সতর্ক করে দিয়েছিলাম এবং আজ সকালে হাইওয়ে কিউআরটি দল একটি ট্রাকের অস্বাভাবিক গতিবিধি দেখতে পায় । সাধারণত ট্রাক চলাচল দুপুর ১২ টার পরে হয়,তাই এদিন সকাল ৭ টা নাগাদ জম্মু ও কাশ্মীর পুলিশের কিউআরটি দল সিধরা নাকায় ওই ট্রাকটি থামায় । তখন ট্রাকের চালক ফোন কলের অজুহাত দেখিয়ে পালিয়ে যায় ।
সে পালিয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ হয় এবং তারা ট্রাকটি চেক করতে থাকে । তখন ট্রাকের ভিতরে লুকিয়ে থাকা সন্ত্রাসবাদীরা অনুসন্ধান দলের উপর গুলি চালাতে থাকে । পালটা গুলি চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী ।’
এডিজিপি টুইটারে লিখেছেন, ‘জম্মুর সিধরা এলাকায় এনকাউন্টারে চার জঙ্গি নিহত হয়েছে । সাতটি একে-৪৭ রাইফেল , একটি এম ৪ রাইফেল, তিনটি পিস্তল সহ অন্যান্য গোলাবারুদ উদ্ধার করা হয়েছে । ট্রাকের মালিকের পরিচয় এখনো পাওয়া যায়নি । ট্রাক জম্মু থেকে শ্রীনগর যাচ্ছিল । এখনও অনুসন্ধান চলছে ।’ তিনি সাংবাদিকদের বলেন, ‘ট্রাকটিতে আগুন ধরে গেছে । সেটি নেভানোর চেষ্টা চলছে । ট্রাকের চালক পলাতক রয়েছে এবং আমরা সমস্ত থানায় সতর্ক করেছি । পলাতককে ধরতে তল্লাশি অভিযান চালানো হচ্ছে ।’।