এইদিন ওয়েবডেস্ক,ডোডা(জম্মু ও কাশ্মীর),১৭ ডিসেম্বর : শনিবার লস্কর-ই-তৈবা কমান্ডার আবদুল রশিদ ওরফে ‘জাহাঙ্গীর’-এর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে জম্মু ও কাশ্মীর প্রশাসন । সিআরপিসির প্রাসঙ্গিক ধারার অধীনে রাজস্ব এবং পুলিশ কর্মকর্তাদের একটি যৌথ দল ডোডা জেলার থাট্রিয়ার খানপুর গ্রামে ওই সন্ত্রাসবাদীর দু’বিঘা পরিমাপের একটি জমি বাজেয়াপ্ত করেছে বলে জানিয়েছেন ডোডার সিনিয়র পুলিশ সুপার, আব্দুল কাইয়ুম । তিনি বলেন, ‘বর্তমানে পাকিস্থানে রয়েছে জাহাঙ্গীর । সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করতে সে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যুবকদের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে যোগ দেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে ।’
তিনি বলেন,’জাহাঙ্গীর ১৯৯৩ সালে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) গিয়েছিলেন এবং নাশকতামূলক কার্যকলাপ চালানোর উদ্দেশ্য নিয়ে অস্ত্র প্রশিক্ষণের পরে এলাকায় ফিরে এসেছিল । প্রশিক্ষণের সময় কুখ্যাত সন্ত্রাসীদের সংস্পর্শে এসেছিল জাহাঙ্গীর ।’ তিনি জানান,ওই সন্ত্রাসবাদী অগ্নিসংযোগ এবং বিস্ফোরণের ঘটনা ছাড়াও, জেলায় সাধারণ মানুষ এবং নিরাপত্তা বাহিনীর উপর বেশ কয়েকটি হামলার সাথে জড়িত । এছাড়া মোহাম্মদ আমিন ওরফে ‘খুবাইব’ নামে এক সন্ত্রাসবাদীসহ স্থানীয় বেশ কয়েকজন যুবককে উস্কানি দিয়ে সন্ত্রাসবাদী সংগঠনে যোগ দেওয়া করিয়েছিল সে ।
পুলিশ সুপার বলেন,’আমিন প্রায় এক দশক আগে পাকিস্তানে আশ্রয় নিয়েছে । বর্তমানে সে পাকিস্তান থেকে কাজ করছে এবং চেনাব উপত্যকা- ডোডা, কিশতওয়ার এবং জম্মু অঞ্চলের রামবান জেলায় সন্ত্রাসবাদ পুনরুজ্জীবিত করার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে ।’ আমিন আইইডি বিস্ফোরণ,অস্ত্র চোরাচালান সহ বেশ কয়েকটি সন্ত্রাস-সংক্রান্ত ঘটনার মূল পরিকল্পনাকারী বলে জানিয়েছেন পুলিশ সুপার ।।