এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,২৮ মার্চ : সন্ত্রাসবাদ মোকাবিলায় গ্রাম প্রতিরক্ষা গার্ডদের (ভিডিজি) বিশেষ অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে জম্মু-কাশ্মীর প্রশাসন ।জম্মু ও কাশ্মীর পুলিশ ও সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) মিলে ৩০০ জনের অধিক প্রাক্তন ও কর্মরত জওয়ানরা এই প্রশিক্ষণ দিচ্ছে বলে জানা গেছে । প্রশিক্ষণটি চলছে জম্মু ও কাশ্মীরের রাজৌরির কালাকোটে গ্রামের প্রতিরক্ষা গার্ডদের (ভিডিজি) নিয়ে । এর আগে চলতি বছরের ১০ জানুয়ারি সিআরপিএফ ও জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথদল রাজৌরি জেলার কান্দি এলাকায় গ্রাম প্রতিরক্ষা রক্ষীদের প্রশিক্ষণ দিয়েছিল । গত ১ জানুয়ারি জেলায় সাধারণ মানুষের ওপর সন্ত্রাসবাদী হামলার পর এই প্রশিক্ষণ দেওয়া হয় । সন্ত্রাসী হামলার ক্ষেত্রে ভিডিজি প্রতিরক্ষা লাইন হিসাবে যাতে কাজ করতে পারে সেই উদ্দ্যেশ্যে এই ধরণের প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন ।
জানা গেছে,সম্প্রতি জম্মু-কাশ্মীর প্রশাসনের নজরে আসে সন্ত্রাসবাদীদের হামলার ভয়ে কালাকোট মহকুমার তাতাপানি, ব্রোহ, শিয়ালসুই, পোথা এবং সোলকির মতো বিভিন্ন এলাকার গ্রামের সিংহভাগ বাসিন্দারা গ্রাম ছেড়ে তুলনামূলক নিরাপদ জায়গায় পালিয়েছে । আর এর পরেই আত্মরক্ষার জন্য প্রতিটি গ্রামে প্রতিরক্ষা গার্ড গঠন করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয় । এমনকি তাদের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয় । কিন্তু সুপ্রশিক্ষিত এবং আধুনিক অস্ত্রে সজ্জিত সন্ত্রাসবাদীদের সঙ্গে তারা পেরে উঠছিল না । তাই গ্রাম প্রতিরক্ষা গার্ডদের জন্য বিশেষ অস্ত্র প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে ।
কালাকোটের ভিডিজি সদস্য মানশাদ আলী, গুলজার আহমেদরা জম্মু-কাশ্মীরের সংবাদ মাধ্যমের কাছে বলেছেন, এটি একটি ভাল উদ্যোগ । কিভাবে অস্ত্র ধরতে হয়, এবং কিভাবে তা ব্যবহার করতে হয়, তা আমাদের শেখানো হয়েছে । এখন আমরা আর ভয় পাই না। আমি গ্রামবাসীদের কাছে অনুরোধ করছি আরও বেশি সংখ্যক মানুষ এসে প্রশিক্ষণ নিন এবং কীভাবে নিজেদের রক্ষা করতে হয় তা শিখুন যাতে ভবিষ্যতে আমরা নিজেদের লড়াই নিজেরাই করতে পারি ।’ তাঁরা আরও বলেন, ‘সিআরপিএফ প্রতিটি গ্রামে এসে আমাদের প্রশিক্ষণ দেবে, আমাদের বোন এবং স্ত্রীকে প্রশিক্ষণ দেবে, যাতে আত্মরক্ষা করা যায় । আমরা হিন্দুস্তানি এবং আমরা আমাদের দেশকে রক্ষা করতে আমাদের বাহিনীর সাথে দাঁড়াতে প্রস্তুত ।’।