এইদিন ওয়েবডেস্ক,বুদগাঁও,০৭ জানুয়ারী : শুক্রবার সকালে জম্মু ও কাশ্মীরের বুদগাম(Budgam) জেলায় একটি এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে তিন জয়শ-ই-মোহাম্মদ (জেএম) জঙ্গি খতম হয়েছে । বৃহস্পতিবার রাতে মধ্য কাশ্মীরের
বুদগাম জেলার চাদুরা এলাকার জোলওয়া(Zolwa)
গ্রামে নিরাপত্তা বাহিনীর সাথে জঙ্গিদের মধ্যে গুলির লড়াই শুরু হয় । আর তখনই নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় ওই ৩ জঙ্গি । ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বেশ কিছু অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়েছে । আইজিপি কাশ্মীর এদিন একটি টুইট বার্তায় জানিয়েছেন,’নিহত ৩ জঙ্গিই সন্ত্রাসী সংগঠন জেএম-এর সাথে যুক্ত । এখনও পর্যন্ত একজনকে শ্রীনগর শহরের ওয়াসিম বলে চিহ্নিত করা হয়েছে । তিনটি একে-৫৬ রাইফেল উদ্ধার করা হয়েছে । শুধুমাত্র একজন সন্ত্রাসী শ্রীনগরের বাসিন্দা ।’ এলাকায় তল্লাশি অভিযান চলছে বলে জানিয়েছেন আইজিপি ।
জানা গেছে,বৃহস্পতিবার রাতে বুদগাম জেলার চাদুরা এলাকায় বেশ কিছু জঙ্গির লুকিয়ে থাকার খবর পায় নিরাপত্তা সংস্থাগুলো । খবর পেতেই নিরাপত্তাবাহিনী গোটা এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে । সেই সময় জঙ্গিরা নিজেদের সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে । নিরাপত্তা বাহিনীও পালটা জবাব দেয়। শেষে নিরাপত্তা বাহিনী প্রথমে এক সন্ত্রাসীকে খতম করতে সফল হয় । পরে আরও দুই জঙ্গি খতম হয় নিরাপত্তা বাহিনীর গুলিতে । এখনও বেশ কিছু জঙ্গি ওই গ্রামে আত্মগোপন করে আছে বলে খবর । নিরাপত্তা বাহিনী তাদের ঘিরে রেখেছে ।।