প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,৩১ মে : করোনা কালে ’করোনা’ আক্রান্ত রোগীদের পরিষেবা দেওয়ার জন্যে মোটা টাকা ভাড়ার দাবি করছে অ্যাম্বুলেন্স চালকরা।এমন অভিযোগ পাওয়ার পরেই সোমবার কড়া পদক্ষেপ নিল পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক প্রশাসন । অ্যাম্বুলেন্স চালকদের এদিন স্পষ্ট জানিয়ে দেওয়া হল , ‘কোনও অজুহাত দেখিয়ে কোন রোগীকে ফেরানো যাবে না । এমনকি সাধারণ রোগী হোক কিংবা ’করোনা’ আক্রান্ত রোগী সবাইকে ন্যাহ্য ভাড়ায় পরিষেবা দিতে হবে । এর অন্যথা হলে অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে ।’দেরিতে হলেও প্রশাসন এমন পদক্ষেপ নেওয়ার সাধুবাদ জানিয়েছেন জামালপুরের বাসিন্দারা।
বিধায়ক ও সাংসদদের দেওয়া বেশ কিছু অ্যাম্বুলেন্স রয়েছে জামালপুর ব্লকে । সেই অ্যাম্বুলেন্স গুলি বিভিন্ন ক্লাব ও প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে ।তবে সকাল থেকে রাত পর্যন্ত সেই সব অ্যাম্বুলেন্স গুলি জামালপুর ব্লক হাসপাতালে সার দিয়ে দাঁড়িয়ে থাকে। যদিও অ্যাম্মুলেন্সে কোনো রোগীকে জামালপুর হাসপাতাল থেকে বর্ধমান হাসপাতাল কিংবা কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার ভাড়া কত হবে তা প্রশাসনের তরফে এতকাল নির্ধারিত করে দেওয়া হয়নি ।এছাড়াও রোগী স্বার্থে অ্যাম্বুলেন্স গুলি পরিচালনার ব্যাপারেও কোন পরিচালক মণ্ডলীও এখনও গঠন করা হয়নি ।অভিযোগ তারই সূযোগ নিয়েই অ্যাম্বুলেন্স চালকরা রোগী পরিবারের কাছে ইচ্ছামতো ভাড়া চায় । এমনকি তাঁরা নিজেদের মর্জি মতো ভাড়া খাটতো । যার জন্যে রোগীদের ভোগান্তির শিকার হতে হয় ।
জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খাঁন ও কর্মাধ্যক্ষ ভূতনাথ মালিক এদিন বেলায় ব্লক অফিস থেকে সটান জামালপুর ব্লক হাসপাতালে পৌছে যান । হাসপাতালে অ্যাম্বুলেন্স চালকদের ডেকে তিনি কড়া ভাষায় বলেন , ‘কোনও রোগীকে পরিষেবা না দিয়ে ফিরিয়ে দেওয়া যাবে না । সাধারণ রোগী হোক কিংবা ’করোনা’ আক্রান্ত রোগী, সবার কাছ থেকে ন্যাহ্য ভাড়া নিতে হবে । এর অন্যথা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।’
এমন হুঁশিয়ারি দেওয়ার কারণ প্রসঙ্গে মেহেমুদ খাঁন বলেন , ‘বেশ কিছুদিন ধরে তিনি হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের বিরুদ্ধে নানা অভিযোগ পাচ্ছিলেন । এদিন তিনি জানতে পারেন পরিষেবা দেওয়ার জন্যে এক ‘করোনা’ আক্রান্ত রোগীর কাছেও অতিরিক্ত ভড়া চাওয়া হয় । মেহেমুদ খাঁন বলেন ,সাংসদ , বিধায়কদের দেওয়া অ্যাম্মুলেন্স নিয়ে এই করোনা কালে অ্যাম্বুলেন্স চালকরা রোগীদের শোষন করবে এটা মেনে নেওয়া যায়না । কোনও ভাবেই এই সব বরদাস্ত করা হবে না ।’ অ্যাম্বুলেন্স পরিচালনার ব্যাপারেও পদক্ষেপ নেওয়া হচ্ছে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি । হাসপাতালে থাকা অ্যাম্বুলেন্সের চালকরা অবশ্য এই অভিযোগের বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ।
বিএমওএইচ ঋত্বিক ঘোষ এদিন বলেন ,’অ্যাম্বুলেন্স চালকরা বেশী ভাড়া নিচ্ছে সেটা আমার জানা ছিল না। ’করোনা’ আক্রান্ত রোগীদের ফ্রিতেই ১০২ এ পরিষেবা দেওয়া হয় । পঞ্চায়েত সমিতির সভাপতি এদিন অভিযোগ পেয়ে হাসপাতালের অ্যাম্বুলেন্স চালকদের অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ দিয়ে গিয়েছেন । বিএমওএইচ জানিয়েছেন,
সভাপতির নির্দেশ মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে রেট চার্ট তৈরি চলছে ।সেই মতোই অ্যাম্বুলেন্সের ভাড়া নিতে হবে। রেট চার্টে নির্ধারিত করে দেওয়া ভাড়ার অতিরিক্ত নেওয়ার অভিযোগ পেলে এবার থেকে ব্যবস্থা নেওয়া হবে ।’।