এইদিন ওয়েবডেস্ক,সুনামগঞ্জ(বাংলাদেশ),০৪ ডিসেম্বর : জমি বিক্রি করতে অস্বীকার করায় ৯ হিন্দু পরিবারকে পিটিয়ে গ্রামছাড়া করল বাংলাদেশের সুনামগঞ্জ উপজেলার জামালগঞ্জ পঞ্চায়েত ৷ প্রাণের ভয়ে বিগত প্রায় একবছর ধরে পার্শ্ববর্তী সালমারা গ্রামে আশ্রয় নিয়েছে পরিবারগুলি । প্রচন্ড ঠান্ডার মধ্যে পরিবারগুলি অসহায় জীবন কাটছে এখন । পুলিশকে অভিযোগ জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ।
বাংলাদেশের আর টিভির প্রতিবেদন থেকে জানা গেছে,সুনামগঞ্জ উপজেলার সাচনা বাজারের চাঁদপুর গ্রামে বসবাস ভরত চন্দ্র তালুকদার ও তাঁর আত্মীয়স্বজনদের । কিন্তু বর্তমানে ভরতবাবুসহ তাঁর ৯ আত্মীয় ভিটেমাটি ছেড়ে পাশের সালমারা গ্রামে অস্থায়ী জীবনযাপন করছেন । ভরতবাবুর দাদা রামচন্দ্র তালুকদার সাংবাদিকের কাছে বলেন,’আমার ভাই ভরতকে একটি জমি বিক্রি করার জন্য ক্রমাগত চাপ সৃষ্টি করছিল জামালগঞ্জ পঞ্চায়েতের লোকজন । কিন্তু ভরত জমি বিক্রি করতে অস্বীকার করে । আর সেই অপরাধে আমাদের ৯ পরিবারকে একঘরে করে রেখে দেওয়া হয় । শুধু তাইই নয়,প্রতিনিয়ত আমাদের ধরে মারধর করা হত । বাড়িঘর ভাঙচুর করে লুটপাট করা হয় । এমনকি রাস্তায় আটকে আমাদের কানধরে ওঠবস পর্যন্ত করানো হত । গ্রামে থাকলে খুন হয়ে যাবো,এই ভয়ে আমরা সবাই বাড়িতে তালা ঝুলিয়ে পাশের গ্রামে পালিয়ে এসেছি । বিগত প্রায় এক বছর ধরে সেখানে আমাদের অস্থায়ী জীবন কাটছে ।’
ঘরছাড়া পরিবারগুলির অভিযোগ ঘটনার কথা থানায় জানিয়েও কোনো সুরাহা হয়নি । কোনো মামলা রজু পর্যন্ত করা হয়নি । এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়েছেন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ । যদিও জামালগঞ্জের সুনামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন,’আমাকে অভিযোগ দেওয়া হয়েছিল৷ আমি ওসি সাহেবের সাথে কথা বলে নিরাপত্তা দেওয়ার কথা বলেছি ৷ গ্রামে পুলিশ পাঠানো হয়েছিল ।’ সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রিপন কুমার মোদক বলেন,’একঘরে করে রাখার বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট কোনো অভিযোগ আসেনি । যদি তেমন কোনো অভিযোগ থাকে তাহলে আমরা ব্যবস্থা নেবো ।’।