এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,০৬ জুলাই : কাটোয়ার রাজোয়া গ্রামে পরিত্যক্ত মাটির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনায় শেখ তুফান চৌধুরী,জামির শেখ,জুমেইদ শেখ, নজরুল মোল্লা, অনুপ কাইম শেখ, ও আবু তাহের নামে ৬ দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ । ধৃত দুষ্কৃতীরা শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত বলে দাবি বিজেপির৷ ওই বিস্ফোরণ কান্ডের প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন,’তৃণমূল থাকলেই বোমা বিস্ফোরণ হবে৷ জামাত,হেফাজত,রাজাকার, হিজবুল, আইএস আইএস, আনাসারুল বাংলা প্রভৃতি তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা ৷’
আজ রবিবার বর্ধমান শহরে বিজেপি জেলা কার্যালয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী । কার্যালয়ের সামনে বাঁধা মঞ্চ থেকে তিনি সংক্ষিপ্ত ভাষণ দেন । ভাষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু । সেই সময় ওঠে কাটোয়ার রাজোয়া গ্রামে বাঁধতে গিয়ে বিস্ফোরণের ঘটনার প্রসঙ্গ ৷ বিরোধী দলনেতা বলেন,
‘তৃণমূল থাকলেই বোমা বিস্ফোরণ হবে৷ জামাত, হেফাজত, রাজাকার, হিজবুল,আই এস আই এস, আনাসারুল বাংলা প্রভৃতি তো তৃণমূল কংগ্রেসের সৃষ্টি করা৷ ওরা সিমির লোককে রাজ্য সভায় পাঠায়। ওদের ফারাক্কার এমএলএ সামসেরগঞ্জে পিএফ#( নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী) প্যারেডে অংশগ্রহণ করে । খাগড়াগড়ের ঘটনা সময় সিদ্দিকুল্লা চৌধুরী কি বলেছিল ? কদিন আগে আহমেদের হাতে গুতো খেয়েছে মন্তেশ্বরে । যখন এনআইএ তদন্ত করতে শুরু করলো তখন কি বলেছিল ?’
তিনি বলেন,’৫৪০ কিলোমিটার বেড়া নাই । জমি দেয়নি ভারত সরকারকে । সেখান দিয়ে লোকেরা আসছে । খাজারি মাদ্রাসা তৈরি করছে৷ আর মুর্শিদাবাদের এই খাজারি মাদ্রাসা থেকে আনাসারুল বাংলার শেখ সাদ আজ ধরা পড়েছে ৷ জাভেদ মুন্সি আরডিএক্স বানায়, ধরা পড়েছে ক্যানিংয়ে৷ বীরভূমের সাঁইথিয়াতে ৮০ হাজার কিলো জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে । এটা নতুন কিছু নয়৷ এই সরকারের আমলে দুর্নীতি যেমন আছে, তেমনি এই সরকারের আমলে গোটা রাজ্য জঙ্গিবাদে ভরে গেছে । এখানে কেউ নিরাপদ নয় । ভারতবর্ষের কোন সচেতন নাগরিক এই সরকারের হাতে নিরাপদ নয় ।’ সবশেষে তিনি বলেন, ‘কাটোয়ার বিধায়ক রবি চ্যাটার্জি ভালো বলতে পারবে অঙ্কটা কি আছে ।’
প্রসঙ্গত,গত শুক্রবার রাতে কাটোয়ার রাজোয়া গ্রামের এক পরিত্যক্ত মাটির বাড়িতে বোমা বাঁধতে গিয়ে ব্যাপক বিস্ফোরণ ঘটে । বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে তার অভিঘাতে গুঁড়িয়ে যায় ঘরটি । ক্ষতিগ্রস্ত হয় আশপাশের বেশ কয়েকটি বাড়ি । পুলিশ এক দুষ্কৃতীর মৃতদেহ এবং শেখ তুফান চৌধুরীকে আহত অবস্থায় উদ্ধার করে । বাকিরা পালিয়ে যায় । এই ঘটনায় এখনো পর্যন্ত জখম তুফান চৌধুরীসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ।।

