এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৬ অক্টোবর : বাংলাদেশের কট্টরপন্থী সংগঠন জামাত ইসলামির সকলকে চমকে দিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে । সিদ্ধান্তটি হল হিন্দুদেরকে দলে টানা । সেই লক্ষ্যে বাংলাদেশের রংপুরের পীরগাছায় বাংলাদেশ জামাত ইসলামীর হিন্দু শাখার কমিটি গঠন করেছে জামাত ইসলামি । এতে সভাপতি হিসেবে মির্জাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ভবেশ চন্দ্র বর্মণ ও সাধারণ সম্পাদক হিসেবে ওষুধ ব্যবসায়ী বিজন চন্দ্র দাসের নাম ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) রাতে উপজেলা জামায়াতের অফিসে আয়োজিত হিন্দু সম্প্রদায়কে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় এই কমিটির নাম ঘোষণা করেন সদর ইউনিয়ন শাখার জামায়াত ইসলামির আমির আব্দুর জব্বার।
উল্লেখ্য যে, জামাত ইসলামির নবনিযুক্ত পদাধিকারীরা সকলেই বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের স্থায়ী সম্পাদক আইনজীবী গোবিন্দচন্দ্র প্রামাণিকের অনুগামী । আর ওই পরিষদের বাইরে বৃহত্তর হিন্দু জনগোষ্ঠী গোবিন্দচন্দ্রকে বাংলাদেশ ন্যাশনাল পার্টির(বিএনপি) ‘দালাল’ বলে সম্বোধন করে । যেকারণে জামাত ইসলামের এই পদক্ষেপে সিঁদুরে মেঘ দেখছে বাংলাদেশের হিন্দুরা । কারণ কট্টরপন্থী ইসলামীদের, বিশেষ করে জামাতের জঙ্গিদের ক্রমাগত হামলার মাঝেও এখনো প্রায় সাত শতাংশ হিন্দু ধর্মান্তরিত হয়নি এবং যথারীতি নিজেদের ধর্ম পালন করে যাচ্ছেন । তাই গোটা হিন্দু সম্প্রদায়কে নিশ্চিহ্ন করতে জামাত ইসলামের এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র হিসেবে দেখছে সে দেশের হিন্দু সম্প্রদায় মানুষ । কেউ কেউ বলছেন আওয়ামী লীগকে নির্বাচনের দাঁড়াতে দেবে না । এমতবস্থায় হিন্দুরা বাধ্য হয়ে দুই ইসলামী কট্টরপন্থী সংগঠন জামাত ইসলামী এবং বিএনপি’র দিকে ঝুঁকতে বাধ্য হবে । এখন দেখার বিষয় যে এই পরিস্থিতি হিন্দুরা কিভাবে কাটিয়ে ওঠে । যেটা কানাঘুষা চলছে যে হিন্দুদের জন্য একটা পৃথক রাজনৈতিক দল গঠন করা হবে বাংলাদেশে ।
বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলা জামায়াতের অফিসে আয়োজিত হিন্দু সম্প্রদায়কে নিয়ে আলোচনা ও মতবিনিময় সভায় এই কমিটির নাম ঘোষণা করেন সদর ইউনিয়ন শাখার জামায়াতের আমির আব্দুর জব্বার। এছাড়া সহ-সভাপতি হিসেবে দেবী চৌধুরানী ডিগ্রি কলেজের প্রদর্শক তাপস চন্দ্র রায়, সহ-সম্পাদক কিসামত ঝিনিয়া, সনাতন সংঘের সভাপতি হিসেবে সুধারঞ্জন বর্মণ ও অর্থ সম্পাদক দেউতি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক প্রভাষ চন্দ্র বর্মণের নাম ঘোষণা করা হয়।
মতবিনিময় সভা সঞ্চালনা করেন ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস আলী । প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তাক আহমেদ, সেক্রেটারি মোস্তাফিজুর রহমান, দফতর সম্পাদক জাকির হোসেন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভবেশ চন্দ্র বর্মণ, ইউনিয়ন জামায়াতের অর্থসম্পাদক হোসাইন আহমেদ প্রমুখ। উল্লেখ্য যে বাংলাদেশের বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদক গোবিন্দচন্দ্র প্রামাণিককে সে দেশের সিংহভাগ মানুষ পছন্দ করে না। বাংলাদেশের ন্যাশনাল পার্টির(বিএনপি) অনুগামী গোবিন্দ চন্দ্র সে দেশের হিন্দুদের উপর নির্যাতন কে ভুয়া খবর বলে প্রচার করে৷ তার কথায়,’হিন্দুদের উপর কোন আক্রমণ হয়নি বাংলাদেশ । আক্রমণটা হচ্ছে আওয়ামী লীগের হিন্দুদের ওপর । হিন্দুদেরকে আওয়ামী হিন্দু বাদ দিতে হবে, জামাত হিন্দু বাদ দিতে হবে, বিএনপি হিন্দু বাদ দিতে হবে । হিন্দুদেরকে শুধু হিন্দু হতে হবে ।’
গোবিন্দ চন্দ্র প্রামানিকের এই মন্তব্যের পর তার ওপর ক্ষোভে ফুঁসে ওঠেন হিন্দুরা । রিলিজিয়ান নিউজ টিভি নামে বাংলাদেশের একটি ফেসবুক চ্যানেলে গোবিন্দ চন্দ্রের বক্তব্যের ভিডিওটি প্রকাশ করে প্রতিক্রিয়ায লেখা হয়েছে, “এডভোকেট গোবিন্দচন্দ্র প্রামাণিক,, সে বলেছে হিন্দুদের মারছে না, যারা আওয়ামী লীগ করেছে তাদেরকে মারছে! সুন্দর দালালী । আমার প্রশ্ন হচ্ছে, আমাদের মন্দির এবং দেবদেবীর মূর্তি তারা কি আওয়ামীলীগ করেছিলো?
দালালি করে করে সনাতন সমাজ টা কে খাইলি, এবার অন্তত সরে দাঁড়া তোরে সনাতন সমাজ চায় না ।।