এইদিন ওয়েবডেস্ক,ইসলামাবাদ,১৮ ডিসেম্বর : স্পোর্টসে তরুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে সম্প্রতি পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ার লান্ডি কোটাল-এ সাইকেল চালনা ক্যাম্পের আয়োজন করেছিল স্থানীয় একটি সংগঠন । কিন্তু এটিকে মোটেই ভালো চোখে নেয়নি কট্টর মৌলবাদী সংগঠন জামাত-ই-ইসলামী (জেআই) । তারা এই ধরনের উদ্যোগকে অশ্লীল এবং ইসলাম ধর্ম ও স্থানীয় সংস্কৃতির প্রতি হুমকি হিসেবে বর্ননা করেছে ।
পাকিস্তানের সুপরিচিত সাইক্লিস্ট ও আন্তর্জাতিক অ্যাডভেঞ্চারার সামার খানের উদ্যোগে মূলত ওই ক্যাম্পটি করা হয়েছিল । তার উদ্দেশ্য ছিল মানুষকে এই ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণে উৎসাহিত করা এবং মেয়ে ও নারীদের বাইসাইকেলের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা । কিন্তু পাকিস্তানের জামাত-ই-ইসলামীর নেতা মুক্তাদের শাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন,’আমরা আমাদের এলাকায় এমন কোনো অশালীন কর্মকাণ্ড হতে দেবো না যা আমাদের ধর্ম ও সংস্কৃতির জন্য হুমকি স্বরূপ ।’ তিনি লান্ডি কোটাল-এর সাইকেল প্রতিযোগিতাকে পশ্চিমি সংস্কৃতির অনুকরণ হিসাবে বর্ননা করেছেন । যদিও এর বেশি কোনো ব্যাখ্যা দেননি তিনি ।
আয়োজক সংগঠনের সদস্যা জামাইমা আফ্রিদি বলেন,’কেন এটিকে ইসলামের বিরুদ্ধে বলে মনে করা হচ্ছে ? সব মেয়েই ইসলাম সংস্কৃতি মেনেই কাপড় পরেছিল এবং সবাই হিজাব পরে ছিল ।’ তাঁর অনুমান জামাত-ই- ইসলামীর এই বিষয়ে বিরোধিতা সম্ভবত নারীদের সতীত্বের প্রতীক রক্ষার সেকেলে ধ্যাণধারণার সাথেই সম্পর্ক যুক্ত ।।