এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৪ জানুয়ারী : বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিমরা ঠিক কতটা অরাজকতার সৃষ্টি করে রেখে তা অজানা । বেঘোরে প্রাণ চলে যাওয়ার ভয়ে অমুসলিমরা সাধারণ তাদের উপর নিপিড়নের ঘটনা প্রকাশ্যে আনতে চাইছে না । তবে যেটুকু প্রকাশ্যে আসছে তা যেকোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে শিহরিত করে তুলবে । এমনই একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে একটি অল্প বয়সী যুবকের বুকের বুকে পা দিয়ে চেপে ধরে গলায় ধারাল অস্ত্র ঠেকিয়ে ২ লক্ষ টাকা চাঁদা দেওয়ার অঙ্গীকার করে নিতে দেখা যায় এক জঙ্গিকে । যুবকের গলার চামড়া কেটে রক্ত ঝরতেও দেখা যায় ৷ বলা হচ্ছে যে ওই জঙ্গি জামাত ইসলামির সঙ্গে যুক্ত এবং আক্রান্ত যুবক পেশায় ব্যবসায়ী ও হিন্দু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ।
ভিডিওতে ওই জঙ্গিকে দেহাতি ভাষায় বলতে শোনা গেছে,’বল দিবি কি না ? দিবি না ? কতদিন পরে দিবি ? ২ লাখ টাকা দিবি নাকি তোকে মেরে ফেলবো ?’ বেশ কিছুক্ষণ ধরে এভাবে একই প্রশ্ন করে যায় ওই জঙ্গি । আক্রান্ত যুবক চাঁদা দেওয়ার অঙ্গিকার করলে জঙ্গি তাকে ছেড়ে দেয় । ভিডিওটি ভয়েস অফ বাংলাদেশি হিন্দাসের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে । প্রতিক্রিয়ায় লেখা হয়েছে,’দোকানে দোকানে চাঁদাবাজি করছে জামায়াত। বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।’ একই ভিডিও বাংলাদেশ হিন্দাস কমিউনিটি এক্স-এ শেয়ার করে লিখেছে, ‘বাংলাদেশে হিন্দু ব্যবসায়ীরা কি নিরাপদ? চাঁদাবাজি ও হুমকির অভিযোগ রয়েছে। এটা কি হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার ইঙ্গিত দেয়?’ কিন্তু ঘটনাটি বাংলাদেশের কোন জায়গার তা জানানো হয়নি ।
https://twitter.com/Hindubd49346/status/1878815787718410639?t=HnSHSp8lgpvxOITgcVqW3Q&s=19
https://twitter.com/hindu8789/status/1878851144547729446?t=-D4lOSYYtZxbmMLpB30oug&s=19
তবে শুধু চাঁদাবাজিই নয়,পুরানো ঢাকায় হিন্দুদের ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব নিষিদ্ধ করতে ইসলামপন্থীরা আজ মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে । সেই মিছিলের ভিডিও ভাইরাল হয়েছে । পুষ্পিতা গুপ্ত নামে এক এক্স ব্যবহারকারী জানিয়েছেন,’বাংলাদেশে ৫ আগস্ট থেকে ৩ জন কাউন্সিলরকে হত্যা করা হয়েছে। হারাধন রায়, কাজল রায় এবং বাসনা মল্লিক বাসনা মল্লিককে ধর্ষণ ও বিষ প্রয়োগ করা হয় ।’ বাংলাদেশ হিন্দাস কমিউনিটি লিখেছে,’বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে বলে মনে হচ্ছে, কেউ কেউ নিরাপত্তাহীনতার ভয়ে পালিয়ে যাওয়ার কথা ভাবছে।’।