এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,২৭ জানুয়ারী : মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে জলপাইগুড়ির ক্রান্তি ব্লকের উত্তর মাঝগ্রাম ক্যানেল রোড এলাকায় । মৃতের নাম শফিউল হক । অন্য একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের এই ঘটনা ঘটেছে । অন্য বাইকটিতে দুই যুবক ছিলেন । তারাও গুরুতর আহত হয়েছেন । তাদের মাল সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে তুহিন গোস্বামী( ১৮) নামে এক তরুনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে । আজ সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে । পুলিশ বাইক দুটি আটক করেছে ।
জানা গেছে,মৃত শফিউল হক জলপাইগুড়ির রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার হুদুরডাঙ্গা বিএফপি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন । রবিবার বিকেলে তিনি বাইকে চড়ে ক্যানেল রোড হয়ে ক্রান্তি যাচ্ছিলেন । সেই সময় জলপাইগুড়ি থেকে সেবক ঘুরতে যাওয়া তুহিন গোস্বামীর বাইকের সঙ্গে শিক্ষকের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় । হেলমেট না থাকায় শফিউল হকের মাথায় গুরুতর আহত আঘাত লাগে । ঘটনাস্থলেই তার মৃত্যু হয় । এরপর ক্রান্তি পুলিশ ফাঁড়ির পুলিশ গিয়ে হতাহতের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । বেপরোয়া গতির কারনেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের । রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিন্টু রায় জানান, ক্রান্তি ব্লকের ক্যানেল রাস্তায় স্প্রিড ব্রেকার করা খুব দরকার । এছাড়া তিনি বাইক সংযতভাবে চালানোর আবেদনও জানান ।।