এইদিন ওয়েবডেস্ক,জলপাইগুড়ি,১৩ মার্চ : কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত বাংলাদেশি অনুপ্রবেশকারী সোহেল রানা ওরফে সুল রানাকে ২৫ বছরের কারাদণ্ড দিল জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালত । জলপাইগুড়ি জেলা পুলিশের ফেসবুক পেজে এই রায়কে ‘ন্যায়ের জয়’ বলে অবিহিত করা হয়েছে । শাস্তির বিবরণে বলা হয়েছে : নাবালিকা নিগ্রহের অপরাধে পকসো আইনের ৬ ধারা অমুসারে ১০ বছর কঠোর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ২ মাসের কারাদণ্ড ।
কিডন্যাপের অপরাধে ভারতীয় দণ্ডবিধি ৩৬৫ ধারা অনুযায়ী ৭ বছর সাধারণ কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড । বিদেশি নাগরিক আইনের ১৪-এ ধারা অনুসারে ৮ বছর সাধারণ কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড । পাশাপাশি নির্যাতিতা শিশুর পরিবারকে ৪ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক ।
ঘটনার বিবরণে পুলিশ জানিয়েছে,২০১৭ সালের ১০ মে,জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার অন্তর্গত একটি অভিযোগ দায়ের করেন জনৈক এক ব্যক্তি । তার অভিযোগ যে ৯ মে, ২০১৭, সকাল ১১:৩০ টা নাগাদ তাঁর ১৭ বছর বয়সী কন্যা টিউশন পড়তে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি। কিছুক্ষণ পর, এক অজানা নম্বর থেকে ফোন আসে, যেখানে সুয়েল রানা নামে এক ব্যক্তি জানান যে তিনি তাঁর কন্যার সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং তাঁরা দিল্লির পথে রওনা দিয়েছেন । পুলিশের ওই পোস্টে বলা হয়েছে, তদন্তকারী আধিকারিক এএসআই রাজেন্দ্র রাই ও এসআই রাখাল দেবনাথের নিরলস প্রচেষ্টায় অবশেষে ভুক্তভোগীকে উদ্ধার করা সম্ভব হয়। অপরাধী সুয়েল রানা, যিনি বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী ছিলেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।পুলিশ লিখেছে,আইনের প্রতি দায়বদ্ধতা এবং বিচারের প্রতিশ্রুতির জন্য দুই সাহসী আধিকারিককে জানাই অন্তরের শ্রদ্ধা!এই রায় প্রমাণ করে যে ন্যায়বিচার সবসময় অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে থাকবে।।