এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৪ ডিসেম্বর : পাচারের আগেই ১৫টি গরু সহ আসামের সহিদুল ইসলাম নামে এক গরু পাচারকারীকে হাতেনাতে ধরে ফেললো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশ । অবশ্য গাদাগাদি করে নিয়ে যাওয়ার জন্য একটা গরুকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে ।
জানা গেছে,বিহার থেকে অসমের উদ্দেশ্যে গরুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল৷ কনটেনারের সামনে তুৃঁতে রঙের প্লাস্টিকের পিচের ড্রাম সাজিয়ে রাখা হয়েছিল । আপনাদের দৃষ্টিতে কন্টেনারটি পিচবোঝাই গ্রাম ভর্তি বলে মনে হবে । কিন্তু গোপন সূত্রে, গরু পাচারের খবর রাজগঞ্জ থানার পুলিশের কাছে চলে আসে । পুলিশ শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে ওৎ পেতে বসে থাকে । কন্টেনারটি রাজগঞ্জের বন্ধুনগর সংলগ্ন এলাকায় আসতেই পুলিশ আটকে দেয় । এরপর গ্রামগুলি সরাতেই একটি মৃতসহ ১৫টি গরু দেখতে পায় পুলিশ । পুলিশ কন্টেইনারের চালক সহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয় । পাশাপাশি আটক করা হয় কন্টেনারটি । বর্তমানে পুলিশের হেফাজতের রয়েছে গরুগুলি৷ এই গরু পাচারের চক্রের জাল কতদূর বিস্তৃত তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ।।
তথ্যসূত্র ও ছবি : কৃতজ্ঞতা স্বীকার শিলিগুড়ি টাইমস ।