এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১০ আগস্ট : পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় হাইটেনশন লাইনের তারে স্টিলের ত্রিশুল ঠেকে মর্মান্তিকভাবে মৃত্যু হল বর্ধমানেশ্বর শিবের জলাভিষেক শোভাযাত্রায় অংশ নেওয়া এক পূণ্যার্থীর । আজ বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে কাটোয়া-পাঁচঘড়া বাইপাস রোডে । বিদ্যুৎস্পৃষ্ট পূণ্যার্থীকে তড়িঘড়ি উদ্ধার করে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । বছর তেইশের মৃত যুবকের নাম সৌরভ পন্ডিত । তিনি লরি থেকে ছিটকে পড়ে যাওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়ে যান ওই লরিতে থাকা বাকি পূণ্যার্থীরা ।
প্রতিবছর বাংলার শ্রাবণ মাসের ২৫ তারিখে বর্ধমান শহরের প্রাচীন বর্ধমানেশ্বরের প্রতিষ্ঠা দিবস পালন করা হয় । ওই দিন বর্ধমান শহরের অসংখ্য শ্রদ্ধালু বিভিন্ন গাড়িতে চড়ে কাটোয়ায় আসেন গঙ্গা জল নেওয়ার জন্য । ঘড়ায় জল সংগ্রহ করারা পর পূণ্যার্থীরা কাটোয়া থেকে দীর্ঘ প্রায় ৪৫ কিমি পায়ে হেঁটে বর্ধমান শহরে গিয়ে বর্ধমানেশ্বর স্বয়ম্ভু লিঙ্গে জল ঢালেন ।
এবারেরও শতাধিক গাড়িতে চড়ে কাটোয়ার উদ্দেশ্যে রওনা হয় বহু পূণ্যার্থী । ওই সমস্ত গাড়িগুলির মধ্যে একটি লরিতে চড়েছিলেন বর্ধমান শহরের মিড্ডেডাঙ্গা এলাকার বাসিন্দা সৌরভ পন্ডিত । এদিন দুপুরে পূণ্যার্থীরা কাটোয়ার মড়িঘাট থেকে জল সংগ্রহ করার পর লরিটি বর্ধমান শহরের উদ্দেশ্যে রওনা হয় । কাটোয়ার জাজিগ্রাম বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে পূণ্যার্থীদের বর্ধমানের দিকে যাওয়ার কথা । ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,লরিতে বেশ কিছু ডিজে ও মাইকে গান বাজছিল । সেই গানের তালে নাচছিলেন সৌরভ । তাঁর হাতে ছিল একটা স্টিলে ত্রিশুল । লরিটি জাজিগ্রাম বাসস্ট্যান্ডের কিছুটা আগে কাটোয়া পাঁচঘড়া বাইপাসের কাছে আসতেই রাস্তার উপর দিয়ে যাওয়া হাইটেনশন লাইনের তারের সংস্পর্শে চলে আসে সৌরভের হাতের ত্রিশুলটি । বিকট শব্দ হওয়ার সাথে সাথে তিনি লরি থেকে ছিটকে নিচে পড়ে যান । তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,কিন্তু শেষ রক্ষা হয়নি । জানা গেছে,বাবা মায়ের একমাত্র পুত্র ছিলেন সৌরভ । তাঁর মৃত্যুতে শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছে গোটা পরিবার ।।