এইদিন স্পোর্টস নিউজ,২৩ নভেম্বর : পার্থে চলছে বর্ডার-গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে বিপাকে ফেলে দিয়েছে ভারত । দ্বিতীয় দিনে অস্ট্রেলিয়া ৩৭ রান যোগ করে মাত্র ১০৪ রানে গুটিয়ে গেছে৷ দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৭২ রান। এদিকে এমন ম্যাচে টেস্টের দ্বিতীয় দিনে জোড়া রেকর্ড গড়েছে ভারতের ওপেনার যশস্বী জয়সোয়াল। যদিও তিনি পার্থ টেস্টে প্রথম ইনিংসে ব্যর্থ ছিলেন। ৮ বল খেলে রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নের পথ ধরেন। তবে দ্বিতীয় ইনিংসে পুরোপুরি ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি। দ্বিতীয় দিন শেষে এখন পর্যন্ত ৯০ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৯০ রানের ইনিংস খেলতে গিয়ে জয়সোয়াল ২টি ছক্কা মারেন। যা টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড। ৪৭তম ওভারের প্রথম বলে প্রথম ছক্কাটি মেরে স্পর্শ করেন নিউজিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে। ম্যাককালাম ২০১৪ সালে ৩৩টি ছক্কা মেরে এই রেকর্ড গড়েছিলেন। এরপর ৫২তম ওভারে নাথান লায়নের বলে ১০০ মিটার দূরত্বে একটি বিশাল ছক্কা মেরে তিনি রেকর্ডটি ভেঙে দেন। রেকর্ডটি গড়তে ম্যাককালাম খেলেছিলেন মাত্র ৯ টেস্ট। আর জয়সোয়ালের লাগলো ১২ টেস্ট। এই মুহূর্তে তার ছক্কা সংখ্যা ৩৪টি। চলতি বছর আরও ৩টি টেস্ট ম্যাচ পাবেন। মাঠে নামতে পারলে এ রেকর্ড যে আরও বড় হবে তা অনুমেয়।
এদিকে ম্যাককালামকে ছাড়ানোর দিনে আরও একটি রেকর্ড গড়েন জয়সোয়াল। সেটি করতে গিয়ে জয়সোয়াল পেছনে ফেলেছেন ভারতীয় দলের কোচ ও প্রাক্তন ওপেনার গৌতম গম্ভীরকে । এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি রান করা বাঁহাতি ব্যাটার ছিলেন গম্ভীর। আজ ১৬ বছর পর তারই সামনে তাকে ছাড়িয়ে গেলেন জয়সোয়াল। এই তরুণ ক্রিকেটার এখন ভারতীয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক বর্ষপঞ্জিকায় সবচেয়ে বেশি রান করা বাঁহাতি ব্যাটার।
২০০৮ সালে গম্ভীর ৭০.৫৭ গড়ে ১ হাজার ১৩৪ রান করেছিলেন। সেই বছর গম্ভীর ছ’টি অর্ধশত এবং তিনটি শতরান করেন। জয়সোয়াল এই বছর সেই রান টপকে গিয়েছেন। তবে তার গড় ৫৫.২৮। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পার্থ টেস্টের প্রথম ইনিংসে কোনও রান করতে না পারলেও শনিবার (২৩ নভেম্বর) অর্ধশতরান করেন জয়সোয়াল। দিন শেষে তিনি ১৯৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৯০ রানে অপরাজিত আছেন।।