এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,১২ এপ্রিল : ইরানের দক্ষিণ-পূর্ব সিস্তান ও বেলুচিস্তানে জইশ-উল-আদল সন্ত্রাসী গোষ্ঠীর জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে অন্তত ছয় ইরানি পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সন্ত্রাসীরা পুলিশের দুটি গাড়ি অতর্কিত হামলা চালায় বলে জানা গেছে । ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) এর সাথে সম্পৃক্ত তাসনিম বার্তা সংস্থা জানিয়েছে যে ছয়জন নিহতের পাশাপাশি আরও কয়েকজন কর্মকর্তা আহত হয়েছেন। জইশ উল-আদল সিব ও সুরান জেলায় হামলার দায় স্বীকার করেছে।
ইরানের উত্তরে সিব এবং সুরান সীমান্ত খাশ, পূর্বে সারাবন এবং দক্ষিণ-পূর্বে পাকিস্তান সীমান্ত। বেলুচ অ্যাক্টিভিস্ট টেলিগ্রাম চ্যানেল, একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, জইশ উল-আদল বাহিনী সংঘর্ষের সময় বন্দুকে সাইলেন্সার ব্যবহার করেছিল । জইশ উল- আদল এই হামলার দায় স্বীকার করে একটি বিবৃতি প্রকাশ করেছে এবং বলেছে যে তারা “বিশেষ বাহিনীর সাথে একটি গোয়েন্দা অপারেশন ইউনিট”কে নিশানা করেছে।
জইশ উল-আদল ইরানী কর্তৃপক্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি পশ্চিমা সরকার উভয়ই সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে স্বীকৃত। সশস্ত্র সংঘর্ষ এবং সামরিক ও পুলিশ স্থাপনায় হামলার ফলে গত কয়েক সপ্তাহে কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। গত ৪ এপ্রিল, জঙ্গিরা সামরিক স্থাপনায় দুটি পৃথক আক্রমণ করে, কমপক্ষে ১০ ইরানি নিরাপত্তা কর্মকর্তাকে হত্যা করে এবং কয়েক ডজন আহত হয়। জানুয়ারিতে পাকিস্তানে জইশ-উল-আদলের ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে । ওই সন্ত্রাসী গোষ্ঠীর সক্রিয়তা পাকিস্তান কর্তৃক ইরানে বিচ্ছিন্নতাবাদীদের উসকানি হিসাবে দেখছে তেহেরান ।।