এইদিন ওয়েবডেস্ক,শ্রীনগর,১০ ডিসেম্বর : কুখ্যাত সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ-এর এক সন্ত্রাসবাদীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিল জম্মু ও কাশ্মীরের প্রশাসন । বর্তমানে পাকিস্থানের আশ্রয়ে থাকা ওই সন্ত্রাসবাদীর নাম আশিক নেংরু (Ashiq Nengroo) । পুলওয়ামার রাজপোরা নিউ কলোনিতে অবৈধভাবে নির্মিত তার একটি বাড়ি ছিল । যেটি শনিবার জম্মু ও কাশ্মীর পুলিশবাহিনীর এবং পুলওয়ামা জেলার সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ।
এই প্রথম জম্মু ও কাশ্মীরে কোনও সন্ত্রাসবাদীর বাড়িতে বুলডোজার চললো ।
প্রসঙ্গত,নিরাপত্তা বাহিনীর হিট লিস্টে রয়েছে উপত্যকায় জইশ-ই-মোহাম্মদের নতুন মুখ আশিক নেংরু । জম্মু ও কাশ্মীরের একাধিক সন্ত্রাসবাদী ঘটনায় নাম আসার পর কেন্দ্র সরকার জইশ কমান্ডার আশিক নেংরুকে সন্ত্রাসবাদী তালিকায় অন্তর্ভুক্ত করেছিল । নেংরুর দাদা আব্বাস আহমেদ নেংরুও জইশ-ই-মোহাম্মদের একজন সক্রিয় সন্ত্রাসবাদী ছিল । ২০১৪ সালে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে সে খতম হয় । নেংরুর আরেক ভাই মনজুর আহমেদ নেংরুকে চলতি বছরের সেপ্টেম্বরে একটি বাগানে মৃত অবস্থায় পাওয়া যায় । চতুর্থ ভাই রিয়াজ সন্ত্রাসবাদী হামলার মামলায় বর্তমানে কারাবন্দি । ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) আশিক নেংরুকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করলে ২০২০ সালের ফেব্রুয়ারিতে সে দেশ ছেড়ে পালিয়ে যায় । বর্তমানে সে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের গোপন ঠিকানা থেকে সন্ত্রাসবাদী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে বলে জানতে পেরেছে গোয়েন্দারা ।
এদিকে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এর চার জঙ্গির হদিশ পেতে কাশ্মীরের বেশ কয়েকটি জায়গায় পোস্টার সাঁটিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) । ওই চার সন্ত্রাসবাদী হল পাকিস্তানি নাগরিক সেলিম রেহমানি ওরফে ‘আবু সাদ’, সাইফুল্লাহ সাজিদ জাট এবং তাদের স্থানীয় সহযোগী শ্রীনগরের সাজ্জাদ গুল এবং দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলার রেদওয়ানি পেইনের বাসিত আহমেদ দার । তাদের সন্ধান দিতে পারলে প্রত্যেকের জন্য ১০ লাখ টাকা করে নগদ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে । তথ্য শেয়ার করার জন্য এনআইএ তার ইমেল ঠিকানা, ফোন, হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নম্বর দিয়েছে । পাশাপাশি জনগণকে আশ্বস্ত করা হয়েছে তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে ।।