এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৬ নভেম্বর : পশ্চিমবঙ্গে গরু পাচার মামলায় জেলের সাজা কাটাচ্ছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডল । এবার গরু চুরি মামলায় জেলে গেলেন বাংলাদেশের ছাত্রলীগের নেত্রী বাবলী আক্তার । তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রী বিষয়ক সম্পাদক । রবিবার ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম তার জামিন আবেদন খারিজ করে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন ।
জানা গেছে,ঢাকার ধামরাইয়ে কুল্লা ইউনিয়নের সিঁতি গ্রামে জনৈক গ্রামবাসীর গোয়াল থেকে সম্প্রতি একটি গরু চুরি করে পালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা । গরু মালিকের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে পুলিশ ২ জনকে পাকড়াও করে । তাদের জেরা করতেই সামনে আসে ছাত্রলীগের নেত্রী বাবলী আক্তারের নাম । পরে বুধবার (২ নভেম্বর ২০২২ ) ভোরে অভিযান চালিয়ে সাভার থেকে বাবলী আক্তারকে গ্রেফতার করে পুলিশ ।
এদিন এই মামলার শুনানি ছিল । ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বাবলী আক্তারকে হাজির করা হয়েছিল । নেত্রীর আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন । কিন্তু জামিনের বিরোধিতা করেন গরুর মালিকের পক্ষের আইনজীবী । শেষে নেত্রীর জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক ।।