এইদিন ওয়েবডেস্ক,বেঙ্গালুরু,১৮ এপ্রিল : রামনবমীর দিন অবিজেপি শাসিত কিছু রাজ্য থেকে রামভক্তদের উপর হামলার ঘটনা প্রকাশ্যে এসেছে । পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানা এলাকায় রামনবমীর শোভাযাত্রায় পাথর ও বোমাবাজির ঘটনা ঘটেছে । এক চার বছরের কিশোরসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ উঠছে । এই ঘটনায় বেলডাঙ্গা থানার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি হিন্দুদের দোকান ভাঙচুরেও অভিযোগ তুলেছেন । বিশেষ করে বেলডাঙ্গা থানার ওসির ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় হিন্দুরা । পশ্চিমবঙ্গের পাশাপাশি কংগ্রেস শাসিত কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুতেও রামভক্তদের উপর মুসলিম জনতার হামলার অভিযোগ উঠেছে । তার একটা ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । ভিডিওতে একটা গাড়িতে থাকা ব্যক্তিদের উদ্দেশ্যে জনৈক যুবককে বলতে শোনা গেছে, “জয় শ্রীরাম নো, ওনলি আল্লাহু আকবর” । ঘটনাটি ঘটেছে রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর বিদ্যারণ্যপুরা থানার সীমানাবর্তী এলাকায় ।হামলার ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে এবং এক নাবালককে আটক করেছে বলে জানা গেছে ।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী,ওই গাড়িতে ছিলেন বেঙ্গালুরুর এমএস পালিয়ার বাসিন্দা বিনায়ক, রাহুল এবং পবন নামে তিন হিন্দু যুবক । তারা রামনবমী উপলক্ষে গাড়িতে ‘কপিধ্বজ’ লাগিয়েছিলেন এবং ‘জয় শ্রীরাম’ শ্লোগান দিতে দিতে যাচ্ছিলেন । একারণে তাদের গাড়ি আটকে ‘জয় শ্রীরাম’ শ্লোগান না দিয়ে ‘আল্লাহু আকবর’ শ্লোগান দেওয়ার জন্য বলে স্থানীয় মুসলিমরা । তা না মানায় তাদের গাড়ি থেকে নামিয়ে বেদম মারধর করা হয় বলে অভিযোগ । আক্রান্তরা জানিয়েছেন,’পাঁচ থেকে ছয়জনের একটি দল তাদের ওপর হামলা করেছে । হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা ।
এদিকে বেঙ্গালুরুতে ‘জয় শ্রী রাম’ স্লোগান দেওয়ার উপর তিন হিন্দু যুবকের উপর হামলার ঘটনাটি রাজনৈতিক মোড় নিয়েছে । কর্ণাটকের বিজেপি নেতারা এই ঘটনার জন্য কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দায়ী করেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে বুধবার গভীর রাতে আক্রান্তদের বাড়িতে গিয়ে দেখা করে আসেন ।
পরে কেন্দ্রীয় মন্ত্রী বলেন যে রাম নবমী উপলক্ষে আক্রান্তরা গাড়িতে গেরুয়া পতাকা লাগিয়ে ভ্রমণ করছিলেন। এমএস পালিয়ার কাছে, অন্য সম্প্রদায়ের যুবকরা তাদের ধাক্কা মেরে মারধর করে। আমরা ঘটনার নিন্দা জানাই। রাম নবমী উৎসব আজ সারা দেশে পালিত হয়েছে এবং আমাদের যুবকরা বিভিন্ন উপায়ে উৎসব উদযাপন করেছে, তারা পূজার পর শোভাযাত্রা বের করেছেন । স্বাভাবিকভাবেই তারস গেরুয়া পতাকা বহন করবে এবং তারা কোনো উত্তেজক স্লোগানও দেয়নি ।’
তিনি আরও বলেন,’আমরা চুপচাপ বসে থাকব না। আমরা আন্দোলন করব । আমি শুনেছি পুলিশ বিষয়টিকে খুব হালকা এবং দায়িত্বজ্ঞানহীনভাবে নিচ্ছে। আমি অবিলম্বে পুলিশ কমিশনার এবং ডিসিপির সাথে কথা বলব ।’ কর্ণাটকের বিরোধীদলীয় নেতা আর অশোক বলেছেন ঘটনাটি কংগ্রেস সরকারের তোষামোদের ফল। লোকসভা নির্বাচনে মানুষ একটি উপযুক্ত শিক্ষা দেবে কংগ্রেসকে ।।