সঞ্জয় মন্ডল,ভাতার(পূর্ব বর্ধমান),১৭ এপ্রিল : হিন্দু পঞ্জিকার চৈত্র মাসের শুক্লপক্ষের নবম দিনে অযোধ্যায় জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিষ্ণুর মানবীয় রূপ প্রভু শ্রীরাম । এই দিনটিকে হিন্দু সম্প্রদায় “রামনবমী” হিসাবে উদযাপন করে । আজ বুধবার গোটা দেশজুড়ে আড়ম্বরপূর্ণ ভাবে পালিত হল এই দিনটি । তবে এবারের রামনবমীকে ঘিরে আলাদা উন্মাদনা ছিল গোটা দেশে । কারন গত ২২ জানুয়ারী অযোদ্ধায় নিজের জন্মভূমিতে নির্মিত সুদৃশ্য মন্দিরে ফিরে এসেছেন রামলালা। জন্মস্থল ফিরে পেতে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ পাঁচ শতাব্দী । সেই কারনে এবারের রামনবমীর দিন হিন্দুদের মধ্যে উন্মাদনা অনান্য বছরের থেকে অনেক বেশি ।
সারা দেশের পাশাপাশি আজ বুধবার পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকেও পূজার্চনা, হোমযজ্ঞ,প্রসাদ বিতরণ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উদযাপন হল রামনবমী উৎসব । বিকেলের দিকে ভাতার বাজারে একটা শোভাযাত্রা বের হয় । ভাতারের কুলচণ্ডার মহাপ্রভুতলা থেকে এই শোভাযাত্রা শুরু হয়ে গোটা বাজার পরিক্রমা করে ফের মহাপ্রভুতলায় এসে শেষ হয় । তরুন প্রজন্মের মধ্যে মধ্যে ছিল চরম উদ্দীপনা । হাতে কপিধ্বজ ও ‘ওঁ’ লেখা গেরুয়া পতাকা হাতে প্রভু শ্রীরামের জয়ধ্বনি দিতে দিতে তারা শোভাযাত্রার পা মেলায় ৷ তবে এবারে সবচেয়ে নজর কেড়েছে শোভাযাত্রায় বিপুল সংখ্যক মহিলাদের উপস্থিতি । তাদের মধ্যে অনেককে রাম ভজনের সাথে নৃত্য করতেও দেখা গেছে । শোভাযাত্রার সময় গোটা ভাতার বাজার “জয় শ্রীরাম” ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে ।
আজ ভাতারে রামনবমী উদযাপন অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করেছে বজরং দল ও বিশ্বহিন্দু পরিষদ । শোভাযাত্রা শুরুর দিকে পা মেলাতে দেখা গেছে বিজেপির জেলা নেতা অঞ্জন মুখার্জিকে । সন্ধ্যা নাগাদ শোভাযাত্রা শেষে ভাতারের মহাপ্রভু তলা ও কদমতলায় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।।