এইদিন ওয়েবডেস্ক,নন্দীগ্রাম(পূর্ব মেদিনীপুর),২৬ অক্টোবর : বিশ্বের হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের জন্মভূমিতে রামমন্দির নির্মানের স্বপ্ন বহুদিনের । অবশেষে সেই বহু প্রতীক্ষিত স্বপ্নপূরণ হতে চলেছে আগামী বছর ১৪ জানুয়ারী । ওইদিনই আনুষ্ঠানিক উদ্বোধন হবে অযোধ্যার রামমন্দির । তবে শুধু অযোধ্যাতেই নয়, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও ভগবান শ্রীরামের মন্দির নির্মানের দাবি তুললেন প্রখ্যাত টলিউড অভিনেতা তথা বিজেপি নেতা জয় ব্যানার্জি ।
কোজাগরী লক্ষ্মী পূজা উপলক্ষে আজ বৃহস্পতিবার নন্দীগ্রামের বিরুলিয়া পদ্মপুকুর ময়দানে বাৎসরিক নক আউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেছিল বিরুলিয়া পল্লি উন্নয়ন সংঘ নামে একটি স্থানীয় ক্লাব । প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল জয় ব্যানার্জিকে । উপস্থিত ছিলেন ক্লাবের ক্রীড়া সম্পাদক তথা পূর্ব মেদিনীপুর জেলার বিজেপি নেতা প্রলয় পালসহ বিশিষ্ট জনেরা । অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার সময় জয় ব্যানার্জি বলেন,’বিরুলিয়া পদ্মপুকুর ময়দানে অনেক খালি জায়গা রয়েছে । আমি নন্দীগ্রামের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে আমি অনুরোধ করবো এখানে একটা রামমন্দির নির্মানের উদ্যোগ নিন । তার জন্য যা লাগবে আমি দিতে প্রস্তুত আছি ।’ পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,’প্রভু শ্রীরাম জাতীয় বীর । উনি রাজনীতির মধ্যে পড়েন না । আজ ভারতের মাটিতে একটা রামমন্দির তৈরি হচ্ছে, এটা আমাদের সকলের কাছে আবেগের কথা, ভালো উদ্যোগ ।’
অনুষ্ঠান শেষে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাড়িতেও যান জয় ব্যানার্জি । সেখানে শুভেন্দুর বাবা শিশির অধিকারীকে বিজয়া দশমীর প্রণাম জানান এবং স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেন তিনি ।।