দিব্যেন্দু রায়,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),০২ নভেম্বর : জগদ্বাত্রী পুজো ঘিরে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের কবিয়ালদের গ্রাম বলে পরিচিত পাণ্ডুগ্রামে বসেছে জমজমাট কবিগানের আসর । পারিবারিক ও সার্বজনীন মিলে এবারে ২০ টি পূজো হচ্ছে পাণ্ডুগ্রামে । আজ বুধবার (২ নভেম্বর ২০২২) নবমীর দিন মূল পুজো হলেও উৎসব চলে ৪-৫ দিন ধরে । আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের । তার মধ্যে কবিগান বাধ্যতামূলক । গ্রামের শিল্পিরাই তাতে অংশগ্রহণ করেন ।
পাণ্ডুগ্রামের বাসিন্দা ছিলেন প্রখ্যাত কবিগান শিল্পী দিলীপ চট্টোপাধ্যায়। তার উত্তরসূরীরাও এখন কবিগানের সঙ্গে যুক্ত । পাণ্ডুগ্রামে এখন প্রায় ৪০ জন কবিগান শিল্পী রয়েছেন বলে জানা গেছে ।
এবারে পাণ্ডুগ্রামে ১৪ টি সার্বজনীন পুজো হচ্ছে । তার মধ্যে বকুলতলা,মাজিপাড়া, ধর্মরাজতলা নিমতলা, মাঝেরপাড়া, পূর্বপাড়ার পূজো কমিটিগুলি ধুমধাম করে পূজোর আয়োজন করেছে । মণ্ডপ ও আলোকসজ্জার পাশাপাশি সব জায়গাতেই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এছাড়া পূজোর ক’টা দিন গ্রামে মেলা বসে । আশপাশের গ্রাম থেকে বহু মানুষ পাণ্ডুগ্রামে ছুটে আসে । তবে এলাকার সঙ্গীত প্রেমিদের মধ্যে পাণ্ডুগ্রামের জগদ্ধাত্রী পূজো ঘিরে চরম আগ্রহ দেখা যায় । সন্ধ্যায় কবিগ্রামের আসর বসতেই মণ্ডপে মণ্ডপে গিয়ে ভিড় জমান তারা ।
পুজো উদ্যোক্তা পরেশ ঘোষ,বাপন মাজিরা বলেন, ‘আমাদের গ্রামে এত পূজো ছিল না । হাতে গোনা দু’একটা পারিবারিক পুজো হত । যেহেতু আমাদের গ্রামে কবিয়াল ছিলেন অনেক তাই কবিগানের আসর ছিল বাধ্যতামূলক । কিন্তু সব কবিয়াল গান গাওয়ার সুযোগ পেতেন না । সেই কারনে বারোয়ারি পূজোর সূচনা হয় । সময়ের সাথে সাথে বারোয়ারি পূজোর সংখ্যা বাড়তে থাকে । বর্তমানে ১৪ টি বারোয়ারী পূজো হচ্ছে গ্রামে ।’
বুধবার সকালে গ্রামে গিয়ে দেখা গেল নবমীর পূজোর আয়োজন ঘিরে গোটা গ্রাম জুড়ে ব্যস্ততা । প্রতিটি পরিবারে আত্মীয়স্বজনরা এসে জড়ো হয়েছে । সন্ধ্যার পরেই শুরু হবে কবিগান । গোটা গ্রাম মুখরিত হয়ে উঠবে কবিয়ালদের সুর মুর্ছনায় ।।