এইদিন ওয়েবডেস্ক,অ্যারিজোনা,০১ মে : ক্যানসারে এক পা হারিয়েও টানা ১০২ দিনে ১০২ টি ম্যারাথনে অংশ নিয়েছেন মার্কিন মহিলা জ্যাকি হান্ট । ভেঙে দিয়েছেন এক টানা ৯৫টি ম্যারাথনে দৌড়ানো অ্যালিসা ক্লার্কের রেকর্ড । ২০২০ সালে ক্লার্ক এই রেকর্ড গড়েছিলেন । এবার এই বিরল কৃতিত্ব জ্যাকির দখলে । গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন জ্যাকি । এখন আনুষ্ঠানিক স্বীকৃতি পেলে একটানা সবচেয়ে বেশি ম্যারাথনে দৌড়ানোর বিশ্ব রেকর্ড জ্যাকির দখলে চলে । যাবে ।
মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অ্যারিজোনা অঙ্গরাজ্যে বাড়ি জ্যাকির । গত বৃহস্পতিবার তাঁর জীবনে ছিল বিশেষ একটি দিন । কারন ওইদিন পর্যন্ত তিনি টানা ১০২ দিন ধরে মোট ২৬.২ মাইল দৌড়েছেন । অংশ নিয়েছেন মোট ১০২ টি ম্যারাথনে । তবে জ্যাকির এই বিরল কৃতিত্ব অর্জন করা মোটেই সহজ ছিল না । কারন জ্যাকির বাম পায়ের হাড়ে ক্যান্সারের সংক্রমণ হয়েছিল । ২০০১ সালে হাঁটুর কিছুটা নিচে পা কেটে বাদ দিতে হয় । তাঁর অদম্য জেদের কারনে কৃত্রিম পা লাগিয়ে ফিরে আসেন ম্যারাথনের ট্রাকে ।
জ্যাকি বলেন,’আমার পা বাদ যাওয়ার পর বলা হয়েছিল আর কখনোই দৌড়াতে পারবো না আমি । কিন্তু আমি দৌড় বন্ধ করতে চাইনি । আমি আবার ট্র্যাকে ফিরতে চেয়েছি। বিশ্ব রেকর্ড গড়তে চেয়েছি। এই ইচ্ছা আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে । দৌড়াতে অনুপ্রেরণা জুগিয়েছে ।’।