• Blog
  • Home
  • Privacy Policy
Eidin-Bengali News Portal
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ
No Result
View All Result
Eidin-Bengali News Portal
No Result
View All Result

“কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে” : তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারির পর বললেন শুভেন্দু অধিকারী 

Eidin by Eidin
August 25, 2025
in কলকাতা, রাজ্যের খবর
“কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে” : তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার গ্রেপ্তারির পর বললেন শুভেন্দু অধিকারী 
4
SHARES
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ আগস্ট  : নিয়োগ দুর্নীতির মামলায় আজ সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের(ইডি) একটি দল । কিন্তু তৃণমূল বিধায়ক বাড়ির প্রাচীর থেকে লাফ দিয়ে ছুটে পালানোর চেষ্টা করেন৷ ইডির সাথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তাকে কিছু ধাওয়া করে ধরে ফেলে । আগের মতই ফের জীবনকৃষ্ণ সাহা তার স্মার্টফোনটি নর্দমার মধ্যে ফেলে দেন । তৃণমূল বিধায়কের এহেন কর্মকাণ্ডে তোলপাড় পড়ে গেছে রাজ্য রাজনীতিতে ৷ ইডিকে দেখে জীবনকৃষ্ণ সাহার ছুটে পালানোর ঘটনার প্রতিক্রিয়া দিয়েছেন বিরোধী  দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি ইডির উদ্দেশ্যে বলেছেন, ‘কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে ৷’ 

কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলেন,’জীবনকৃষ্ণ সাহা ছিল পার্থ চ্যাটার্জি, ভাইপো, কালীঘাটের কাকু, মানিক ভট্টাচার্যের অন্যতম বড় এজেন্ট ৷ বীরভূম আর মুর্শিদাবাদের তালিকা ধরে টাকা তোলা, টাকা পৌঁছে দেওয়া এবং টাকার একটা অংশ রাখা,এই কাজ  জীবনকৃষ্ণ সাহা  করতেন । আমি অনেকবার বলেছি যে জীবনকৃষ্ণ সাহার কাছে থেমে থাকলে হবে না । জীবনকৃষ্ণ সাহা কাঁদি, নবগ্রাম, খড়গ্রাম প্রভৃতি এলাকার এমএলএ-দের দিয়ে তালিকা তৈরি করা, টাকা তোলা এবং লোকেদেরকে টাকার বিনিময়ের চাকরি পাইয়ে দেওয়ার কাজ করেছেন । অতএব কান টেনেছেন ঠিক আছে, মাথাকেও টানতে হবে ।’ 

রাজ্যের শাসক দলের দাবি যে জীবনকৃষ্ণ সাহা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার৷ এই বিষয়ে শুভেন্দু অধিকারী বলেন,’২০২১ সালে যখন ওদের গ্রেফতার করা হয়েছিল তখন কোনো নির্বাচন ছিল না । হাইকোর্টের নির্দেশে গ্রেফতার করা হয়েছিল । এদের বাঁচাতে চোর সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল কিন্তু কোন স্থগিতাদেশ দেওয়া হয়নি । মামলা পুরোপুরি পরিচালনা করছে হাইকোর্ট । সেজন্য সিবিআই-এর সিট বানিয়ে দিয়েছিল৷ এমনকি সিবিআই এর কোন অফিসার পরিচালনা করবেন সেটাও সিপিআই-এর হাতে ছিল না । সিবিআইকে তিনটে নাম বলে দিতে বলা হয়েছিল । তার মধ্যে একটা নামকে নির্বাচন করা হয়েছে ।’ 

তিনি আরও বলেন,’এর আগে পাঁচিলে ঝোলা, পুকুরে মোবাইল ফেলা,পাম্প মেশিন বসিয়ে জল তোলা । আজকেও কিভাবে পালাচ্ছিল । সবাই দেখেছে ৷ শাসকদল যখন বলছে রাজনীতি করছে, তখন শাসক দলের একটাও বলা উচিত ছিল যে কেন জীবনকৃষ্ণ সাহা ছুটে পালাতে গেলে ? তিনি যদি নিরাপরাধ হয়ে থাকেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন,তাহলে ফেস করা উচিত । কেন তিনি মোবাইল পুকুরে ফেললেন ?  প্রথমে তো অস্বীকার করছিলেন ৷ তিনি যে অপরাধী সেটা আজ সবার সামনে প্রমাণ করে দিয়েছেন । শুধু ইডির কাছে নয়, ওটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে ।’ 

শুভেন্দু অধিকারী বলেন,’পশ্চিমবঙ্গের জনগণ বিজেপি সরকারকে আনুক । এরা কেউ বাইরে থাকবে না,সব ভিতরে থাকবে । এরা যে জেলের মধ্যে ফাইভ স্টার সুবিধা ভোগ করছে, চোরেরা পিজি হাসপাতালে শুপ খাচ্ছে, কফি খাচ্ছে,চিকেন খাচ্ছে, মটন খাচ্ছে  । যেখানে সাধারন মানুষ ভর্তি হওয়ার সুযোগ পায় না । এই সমগ্র ব্যবস্থাটাকে যদি সমূলে উৎপাটিত করতে হয়, তাহলে চোরেদের রানীকে হারাতে হবে ৷’ শুভেন্দু অধিকারী জানান যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের অবৈধ সম্পত্তি বাজেয়াপ্ত করে নিলাম করা হবে । এবং সেই টাকা জমা করা হবে রাজ্যের কোষাগারে ।

প্রসঙ্গত, মামলাটি এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্কিত ৷ তদন্তের সিবিআই জানতে পারে যে বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা এই দুর্নীতিতে প্রত্যক্ষভাবে যুক্ত । ২০২৩ সালের ১৭ এপ্রিল কান্দিতে জীবনকৃষ্ণর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই । সেই সময় তথ্য-প্রমাণ লোপাট করতে নিজের দুটি ফোন বাড়ির পাশে পুকুরে ফেলে দিয়েছিলেন তিনি । যেকারণে সিবিআইকে পাম্প মেশিন লাগিয়ে পুকুরের জল তুলে ফেলতে হয় । তারপর পাঁক ঘেঁটে উদ্ধার হয় জীবনকৃষ্ণের দুটি মোবাইল ফোন । দীর্ঘ দু’দিন ধরে চলে ফোন উদ্ধার পর্ব । প্রায় ৬৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল বিধায়ককে । তদন্তে সহযোগিতা না করা এবং তথ্য-প্রমাণ লোপাট করার চেষ্টার অভিযোগে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। দীর্ঘ ১৩ মাস জেল খাটার পর সুপ্রিম কোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি।

আজ সকালে জীবনকৃষ্ণর কাঁদির বাড়িতে ফের হানা দেয় ইডি । তখন বাড়ির প্রাচীর টপকে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করেন তিনি । এতে তিনি কোমড়ে আঘাতও লাগে । পাশাপাশি নিজের স্মার্টফোন নালায় ফেলে দেন । ইডির আধিকারিকরা সেটি উদ্ধার করেন । তারপর দীর্ঘ জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর বড়ঞার তৃণমূল বিধায়ককে ফের গ্রেপ্তার করে ইডি ।। 

 

Previous Post

“তু লক্ষ্মী বন, তু দুর্গা বন, তু কালী বন, পর হিন্দু বেটিও কভি না তু বুর্খেবালী বন”  : বাগেশ্বর বাবা

Next Post

দশ দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া  সিলেটের ২৫ বছরের হিন্দু বধূর হদিশ করতে পারেনি পুলিশ, চরম উদ্বেগে পরিবার 

Next Post
দশ দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া  সিলেটের ২৫ বছরের হিন্দু বধূর হদিশ করতে পারেনি পুলিশ, চরম উদ্বেগে পরিবার 

দশ দিন আগে নিখোঁজ হয়ে যাওয়া  সিলেটের ২৫ বছরের হিন্দু বধূর হদিশ করতে পারেনি পুলিশ, চরম উদ্বেগে পরিবার 

No Result
View All Result

Recent Posts

  • ফ্রান্সের নিওর্টে ২০ বছরের আফগান শরণার্থীর ধর্ষণে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধার  
  • স্কুলে শিক্ষকতার চাকরি হারিয়ে এখন ঝালমুড়ি বিক্রেতা, রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির জেরে করুন পরিনতির মুখে মালদার দম্পতি ; দুষছেন মমতা ব্যানার্জিকে 
  • “বিন্দি” না লাগানোর জন্য প্রশ্ন করায় বলেছিলেন “মাই চয়েস”, এখন আবুধাবির মসজিদে ‘আবায়া’ পরে পর্যটনের প্রচার করে ট্রোল হচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ; সঙ্গে স্বামী রনবীর সিং ইসলামি কায়দায়
  • হিন্দু হওয়ার অপরাধে স্ত্রীকে চাকরিচ্যুত করেছে ইসলামী ব্যাঙ্ক, উদ্বেগে হৃদরোগে মৃত্যু স্বামীর
  • উত্তরবঙ্গ থেকে ভেসে যাওয়া কাঠের গুঁড়ি ‘চন্দন কাঠ’ বলে ২০ থেকে ৩৫ হাজার টাকায় বিকোচ্ছে বাংলাদেশে
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • রাজ্যের খবর
    • কলকাতা
    • জেলার খবর
  • দেশ
  • আন্তর্জাতিক
  • খেলার খবর
  • বিনোদন
  • রকমারি খবর
  • ব্লগ

© 2023 Eidin all rights reserved.