এইদিন ওয়েবডেস্ক,রোম,০৩ জুলাই : ফ্রান্সের পরিস্থিতিকে “খুব উদ্বেগজনক” বলে অভিহিত করেছেন ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইডো ক্রস্টো । এমনকি তিনি বলেন,এই পরিস্থিতিতে ফ্রান্স সরকারের পক্ষে দেশ পরিচালনা করা কঠিন । রবিবার রাতে ফিনিক্স ইয়ুথ ফেস্টিভ্যালের ফাঁকে এই মন্তব্য করেন ক্রস্টো । ফরাসি সরকারের প্রতি ইতালির সমর্থন ঘোষণা করে তিনি উল্লেখ করেছেন,’আমরা আশা করি যে বর্তমান পরিস্থিতির অবসান ঘটবে, কারণ যে সহিংসতা ঘটেছে তা কেবল ফ্রান্স এবং এর প্রতিষ্ঠানকেই নয়, অনেক ফরাসি নাগরিককেও প্রভাবিত করে এবং এটি অগ্রহণযোগ্য ।’
তিনি আরও বলেন,’এখন পুরো ফ্রান্স জুড়ে ভয়ের পরিবেশ, তবে এটি আমাদের জন্য একটি শিক্ষা হওয়া উচিত কারণ, আমার মতে,বিগত ২০ বছরে যে বৈষম্য তৈরি হয়েছে তা গুরুত্ব সহকারে নেওয়া দরকার।’ উল্লেখ্য, ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল দারমানেন টানা ষষ্ঠ রাতে দাঙ্গা নিয়ন্ত্রণে ৪৫,০০০ পুলিশ বাহিনী মোতায়েন করার কথা ঘোষণা করেছেন । এদিকে ডাচ সাংসদ গির্ট ওয়াল্ডার্স টুইট করেছেন, ‘সুইডেনে কোরান পোড়ানোর ঘটনায় ইসলামী সরকার ও মোল্লারা ক্ষুব্ধ, কিন্তু তারা তাদের সহিংস মতাদর্শের অংশীদারদের দ্বারা ফ্রান্সে আগুন জ্বালানোর ব্যাপারে সম্পূর্ণ নীরব ও উদাসীন । ভন্ড ।’।