এইদিন ওয়েবডেস্ক,রোম,২৪ জুলাই : অবৈধ অভিবাসীদের ইউরোপে প্রবেশ ঠেকাতে দেশগুলোর একটি বিস্তৃত জোট গঠন করতে চাইছেন ইতালির দক্ষিণপন্থী প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি । রবিবার ইতালির রাজধানী রোমে অভিবাসন ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে মেলোনি বলেছেন যে ভূমধ্যসাগরীয় অঞ্চলের সমস্ত দেশগুলিতে অবৈধ অভিবাসীদের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি ঘটছে । তবে তিনি অভিবাসন বিষয়ে অতীতের তার কঠোর সুর পরিবর্তন বলেছেন তার সরকার অভিবাসীদের বৈধভাবে গ্রহণ করতে প্রস্তুত, কারণ ইউরোপ এবং ইতালিতে অভিবাসীদের প্রয়োজন । উল্লেখ্য,চলতি বছরে বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে যাওয়া অবৈধ অভিবাসীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩ হাজারে । ২০২২ সালে এবং একই সময়ে এই সংখ্যা ছিল ৩৪ হাজার ।
মেলোনি বলেন,’ব্যাপক হারে অবৈধ অভিবাসন আমাদের সকলকে কষ্ট দেয় । অবৈধ অভিবাসীদের বিপজ্জনক ভূমধ্যসাগর পাড়ি দিতে বাধা দেওয়ার জন্য এখনও অনেক পদক্ষেপের প্রয়োজন রয়েছে । শুধুমাত্র অপরাধী গোষ্ঠীই এই ইস্যু থেকে উপকৃত হয় এবং দিন দিন ধনী হয়। তারা সবচেয়ে দুর্বলদের মাধ্যমে এই সম্পদ অর্জন করে এবং এমনকি সরকারের বিরুদ্ধেও দূর্বলদের ব্যবহার করে ।’
প্রসঙ্গত,উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে সমুদ্রপথে ইতালির দূরত্ব অল্প হওয়ার কারনে এই দেশটি ইউরোপীয় ইউনিয়নে অবৈধ অভিবাসীদের প্রধান প্রস্থান পয়েন্ট হয়ে উঠেছে । মানব পাচার প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষা জোরদার করার লক্ষ্যে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়ন এবং তিউনিসিয়া একটি কৌশলগত সহযোগিতার চুক্তিতে স্বাক্ষর করেছে । অবৈধ অভিবাসন রোধে তিউনিসিয়ার কঠোর পদক্ষেপের শর্তে ইউরোপীয় ইউনিয়ন দেশটির পরিকাঠামো উন্নয়নে এক বিলিয়ন ইউরো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে ।।