দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৭ এপ্রিল : ‘তৃণমূলের হাতে মার খেয়ে ৩ মাস হাসপাতালের বেডে পড়ে থাকার চেয়ে মার দিয়ে জেলে ৩ মাস থাকা অনেক ভালো’-বর্ধমান জেলার মঙ্গলকোটের কৈচর বাজারে পথসভায় এমনই মন্তব্য করেছেন বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় । তিনি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন,’তৃণমূলের হাতে মার খেয়ে তিন মাস হাসপাতালের বেডে পড়ে থাকার চেয়ে আপনাকে মারতে এলে সেই তৃণমূলকে মেরে জেলে তিনমাস থাকা অনেক ভালো। এটাই লক্ষ্য করে নিন। তৃণমূলের মার খেয়ে তিনমাস হাসপাতালের বেডে থাকবেন না। আজ থেকে প্রতিটি বিজেপি কর্মী ঠিক করুন আমরা মারব না। কিন্তু তৃণমূল আমাদের মারতে এলে ওদের মাথা ফাটিয়ে দিয়ে তিনমাস জেলে থাকব। এরকম মামসিকতা তৈরি করুন। আপনাদের জন্য ভারতীয় জনতা পার্টি লড়াই করবে কোর্টে ।’
মঙ্গলকোটের অজয় নদ থেকে বালি পাচার, বেআইনি ইঁটভাটা বন্ধের দাবিতে বুধবার বিকেলে মঙ্গলকোটের কৈচরে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে ডেপুটেশন দেয় বিজেপি । ওইদিন সন্ধ্যা নাগাদ কৈচর বাসস্ট্যাণ্ডে একটি পথসভা করা হয় । গোপাল চট্টোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূমের দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা । পথসভায় তৃণমূলকে পালটা মারের মন্তব্য করার পাশাপাশি গোপালবাবু বলেন,’পশ্চিম মঙ্গলকোটের লাখুরিয়ায় আমাদের কর্মীকে মেরেছে তৃণমূল। আমরা এর শেষ দেখে ছাড়বো ।’
বিজেপি নেতার বক্তব্য শুনুন 👇
যদিও বিজেপি নেতার এই বক্তব্যকে ‘প্ররোচনা মূলক’ বলে মন্তব্য করেছেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় । তিনি বলেছেন,’এটা প্ররোচনা মূলক বক্তব্য । সব জায়গাতেই বিজেপি এই ধরনের প্ররোচনা দিচ্ছে ।’।