এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,২৩ সেপ্টেম্বর : শাড়ি পড়ার অপরাধে এক মহিলাকে ঢুকতে না দেওয়ার অভিযোগ উঠল দিল্লির এক রেস্তোরাঁ কর্তৃপক্ষের বিরুদ্ধে । দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনি থানা এলাকার আনসাল প্লাজায় রয়েছে ওই রেস্টুরেন্ট কাম বারটি । অনিতা চৌধুরী নামে ওই মহিলা এনিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করলে ঘটনাটি প্রকাশ্যে আসে । অনেকে ওই রেস্তোরাঁর বিরুদ্ধে বিরুপ মন্তব্যও করেন । ঘটনাকে ঘিরে বিতর্কের সৃষ্টি হচ্ছে দেখে পালটা রেস্টুরেন্ট কর্তৃপক্ষও সোশ্যাল মিডিয়ায় এনিয়ে সাফাই দেয় । অভিযোগ অস্বীকার করে ওই মহিলার বিরুদ্ধে দুর্ব্যাবহারের পালটা অভিযোগ তোলে । যদিও এনিয়ে কোনও পক্ষের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিশ ।
দক্ষিণ দিল্লির বাসিন্দা অনিতা চৌধুরী নামে ওই মহিলা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে অভিযোগ তোলেন,গত ১৯ সেপ্টেম্বর রবিবার তিনি আনসাল প্লাজায় অ্যাকুইলা রেস্তোরাঁয় গিয়েছিলেন । কিন্তু তিনি শাড়ি পড়ে থাকার কারনে তাঁকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি । তিনি লিখেছেন, ‘দিল্লির ওই রেস্তোরাঁয় শাড়িকে স্মার্ট পোশাক হিসেবে বিবেচনা করা হয় না ।’ রেস্টুরেন্টের নাম অ্যাকুইলা । এনিয়ে অনেক তর্কাতর্কি হয়,রেস্তোরাঁর তরফ থেকে বিভিন্ন অজুহাত দেখানো হয় । যদিও শেষ পর্যন্ত আমায় রেস্টুরেন্টে ঢুকতে দেওয়া হয়নি । কারন, ভারতীয় পোশাক শাড়ি নাকি স্মার্ট পোশাক নয় ।’
এদিকে মহিলার সোশ্যাল মিডিয়ার এই পোস্ট ঘিরে বিতর্কের সৃষ্টি হচ্ছে দেখে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ ইনস্টাগ্রামে আশ্রয় নেয় । বুধবার কর্তৃপক্ষের তরফ থেকে একটি পোস্ট করে বলা হয়, মিসেস চৌধুরীর পোস্ট করা ১০ সেকেন্ডের ক্লিপটি ছিল এক ঘণ্টার কথোপকথনের অংশ । এরপর রেস্টুরেন্ট কর্তৃপক্ষ পোস্টে লেখেন,মহিলা যখন রেস্টুরেন্টে গিয়েছিলেন তখন ভিতরে জায়গা ছিল না । তখন কর্মীরা ওনাকে বিনিময়ে বিনম্রভাবে গেটের সামনে অপেক্ষা করতে বলে । কিন্তু তা সত্ত্বেও ওই মহিলা জোর করে ভিতরে ঢোকেন । আর রেস্টুরেন্টের কর্মীদের সঙ্গে ঝগড়াঝাটি করতে থাকেন,তাদের গালিগালাজ করেন । এমনকি উনি রেস্টুরেন্টের ম্যানেজারকে চড়ও মারেন । রেস্তোরাঁটি অভিযোগ করেছে যে, শাড়ি একটি স্মার্ট ক্যাজুয়াল পোশাক না হওয়া সম্পর্কে মিসেস চৌধুরী দ্বারা শেয়ার করা ভিডিওতে যে মন্তব্য করা হয়েছে তা আসলে একটি বাহানা ।
পুলিশ সুত্রে খবর,অনিতা চৌধুরী নামে ওই মহিলা একটি চ্যানেলে বড় পদে কর্মরত রয়েছেন । উনি তাঁর ছেলেকে সঙ্গে নিয়ে মদ্যপান নিষিদ্ধ এলাকায় প্রবেশ করার চেষ্টা করলে তাঁকে এক কর্মী বাধা দেয় । তখন এই কারনে ঝামেলার সৃষ্টি হয় । আর তার মাঝেই মহিলা রেস্টুরেন্টের এক কর্মীকে থাপ্পরও মারেন বলে অভিযোগ । রেস্টুরেন্টের লোকজনের দাবি,মহিলার সাথে তাঁর ১৯ বছরের পুত্রও ছিলেন । সেই কারনেই তাঁকে মদ্যপান নিষিদ্ধ এলাকায় প্রবেশ করতে নিষেধ করা হয়েছিল ।।