এইদিন ওয়েবডেস্ক,কেতুগ্রাম(পূর্ব বর্ধমান),২৩ ডিসেম্বর : পায়রা চোর সন্দেহে এক কিশোরকে নির্মমভাবে পিটিয়ে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামে । মৃতের নাম বিশ্বজিৎ দাস (১৬)। তার বাড়ি কেতুগ্রাম থানার পাণ্ডুগ্রামে । শনিবার সকালে মাসুন্দি গ্রামের কাছে মাঠ থেকে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন । খবর পেয়ে কিশোরের মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় কেতুগ্রাম থানার পুলিশ । পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি কাটোয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয় । মৃতের পরিবারের অভিযোগ যে বিশ্বজিৎকে নির্মমভাবে পিটিয়ে মেরে মাঠে ফেলে দিয়ে গেছে মাসুন্দি গ্রামের লোকজন । পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত চলছে ।
জানা গেছে,কেতুগ্রাম থানার পাণ্ডুগ্রামের বাসিন্দা পেশায় জনমজুর বিকাশ দাসের একমাত্র পুত্র বিশ্বজিৎ দাস নবম শ্রেণীর ছাত্র ছিল । বাড়িতে পায়রা পোষার শখ ছিল বিশ্বজিতের । বেশ কয়েকটি পোশা পায়রাও রয়েছে তাদের বাড়িতে । কিন্তু শুক্রবার সকালে দুটি পায়রা সে দেখতে পাচ্ছিল না । সেই কারনে দুই বন্ধু বাবুসোনা দাস ও শুভ দাসকে সঙ্গে নিয়ে ওই দুই পায়রার সন্ধানে বেড়িয়ে পড়েছিল বিশ্বজিৎ । খুঁজতে খুঁজতে তারা পাণ্ডুগ্রামের পাশে মাসুন্দি গ্রামে চলে যায় । সেখানে গিয়ে একটি বাড়ির চালের ওপর পায়রা দুটি বসে থাকতে দেখে তারা সঙ্গে আনা মশারি দিয়ে ধরার চেষ্টা করছিল । আর তাদের সেই অপরাধের জেরে বিশ্বজিৎ সহ তিনজনকে মাসুন্দি গ্রামের লোকজন আটকে রেখে বেদম মারধর করে বলে অভিযোগ ।
মৃত কিশোরের বাবা বিকাশ দাস বলেন,’শুভ কোনো রকমে পালিয়ে এসে গ্রামে ঘটনার কথা জানায় । এরপর বাবুসোনার পরিবারের লোকজন ও আরও কয়েকজন মাসুন্দি গ্রামে গিয়ে তাকে উদ্ধার করে গ্রামে ফিরিয়ে নিয়ে আসে । কিন্তু আমার ছেলে বিশ্বজিতের কোনো সন্ধান পাওয়া যায়নি । প্রায় রাতভর খোঁজাখুঁজি করেও আমার ছেলের কোনো সন্ধান পাইনি । এদিন সকালে মাসুন্দি গ্রামের কাছে মাঠে আমার ছেলেকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা বলেন আমার ছেলে মারা গেছে ।’ তাঁর অভিযোগ যে মাসুন্দি গ্রামের লোকজন আমার ছেলেকে পিটিয়ে মেরেছে । আমি খুনিদের কঠোর শাস্তি চাই ।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে । এদিকে বিনা অপরাধে একটা ছোট্ট ছেলেকে এভাবে পিটিয়ে মারার ঘটনায় তীব্র রোষের সৃষ্টি হয়েছে এলাকায় । দোষীদের অবিলম্বে গ্রেফতার করার দাবি তুলেছেন তারা ।।