এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,০৪ ডিসেম্বর : অমুসলিম রাষ্ট্রগুলিতে ভোটব্যাঙ্ক ভরাতে মুসলিম তোষামোদের রাজনীতি করতে দেখা যায় বামপন্থী দলগুলিকে । অথচ সেকুলার বলে দাবি করা বামপন্থার অস্তিত্ব বিশ্বের কোনো মুসলিম দেশেই নেই । অল্প কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায় থাকায় কিছুটা হলেও বাংলাদেশে বামপন্থীদের অস্তিত্ব লক্ষ্য করা যায় । কিন্তু কট্টর ইসলামি রাষ্ট্র বাংলাদেশের সংখ্যাগুরু মুসলিমরা তাদের বিশেষ পাত্তাই দেয় না । বাংলাদেশে বামপন্থীদের অস্তিত্বকে ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন সেদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডঃ হাছান মাহমুদ ।
আসলে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন বয়কটের ডাক দিয়েছে বামপন্থি দলগুলো । যদিও বামপন্থীদের ওই বয়কটের ডাককে বিশেষ আমল দিচ্ছে না শাসকদল । আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাছান মাহমুদ জানান, ওই বয়কটের ডাকে কোনো প্রভাব পড়বে না । তিনি বলেন,’বামভাইদের আমি খুব সম্মান করি। কারণ, তারা আমাদের মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তি। আমার মধ্যেও কিছু বামচিন্তা আছে। আমাদের দলেরও মূল স্তম্ভ সোশ্যালিজম। যে কারণে বামদের সম্মান করি। তাদের অনেক বিষয় আমি সমর্থনও করি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বামভাইদের কোনো ভোট নেই, তারা ভোটে মানুষের সমর্থন পায় না। ঢাকা শহরে তো কেউ কেউ মেয়র নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু ৩৭ লাখ ভোটের এই ঢাকা শহরে তাদের ভোট ১,০০০ পার হয়নি। তাদের ভোট নেই, তারা ভোট বর্জন করুক কিংবা না করুক, তার কোনো প্রভাব পড়বে না ।’
প্রসঙ্গত,বাম গণতান্ত্রিক জোট হচ্ছে বাংলাদেশের বামপন্থী রাজনৈতিক আদর্শের পতাকাবাহী ছয়টি রাজনৈতিক দলের জোট । ওই দলগুলি হল গণতান্ত্রিক বিপ্লবী পার্টি,বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ,বাংলাদেশের কমিউনিস্ট পার্টি,
বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন,বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) । এই ছয়টি দলের মধ্যে দুইটি দল – সিপিবি ও বাসদের বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধিত। বাকি চারটি দলের নিবন্ধন নেই ।।