এইদিন ওয়েবডেস্ক,তিরুপতি(অন্ধ্রপ্রদেশ),১৪ জুলাই : চন্দ্রযান-৩ সাফল্য কামনায় অন্ধ্রপ্রদেশের তিরুপতির চেঙ্গালাম্মা পরমেশ্বরী মন্দিরে (Chengalamma Parameshwari temple) পূজো দিলেন ইসরোর বিজ্ঞানীদের একটি দল । বৃহস্পতিবার সকালে ইসরোর চেয়ারম্যান শ্রীধারা সোমানাথ(Sreedhara Somanath) সহ বিজ্ঞানীদের দলটি পূজো দেওয়ার পাশাপাশি দেবীর কাছে চন্দ্রযান-৩ এর একটি ক্ষুদ্র মডেল নিবেদন করেন ।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আজ শুক্রবার দুপুর ভারতীয় সময় ২.৩৫.১৭ নাগাদ এলভিএম-৩ (LVM3) রকেটের মাধ্যমে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করবে । গত বছর চন্দ্রযান-২ ব্যর্থ হওয়ার পর এই সময়টির অপেক্ষায় মুখিয়ে আছে গোটা দেশ । দুপুর ২ টো থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সরাসরি সম্প্রচার হবে ডিডি ন্যাশানাল টিভি চ্যানেলে ।।