এইদিন ওয়েবডেস্ক,নয়াদিল্লি,২৪ আগস্ট : বুধবার চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ল্যান্ডারের সফট- ল্যান্ডিংয়ের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের সাথে মহাকাশ ইতিহাসে নাম তুলে ফেলেছে ভারত । ভারত চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের ল্যান্ডার অবতরণ করা প্রথম দেশ হয়ে উঠেছে । বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করেছে বিক্রম । এরপর প্রায় ৪ ঘণ্টা পর বিক্রম থেকে বিচ্ছিন্ন হয়ে চন্দ্রস্পৃষ্ট ছুঁয়েছে রোভার প্রজ্ঞান। এবার পৃথিবীর সময় অনুযায়ী ১৪ দিন সেখানে ঘুরে বৈজ্ঞানিক অনুসন্ধান চালাবে প্রজ্ঞান।
চন্দ্রযান ৩-এর সাফল্যের পর, ভারত এবং ইসরো বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে । এই ঐতিহাসিক কৃতিত্বে আনন্দ প্রকাশ করে ইসরো প্রধান এস সোমনাথও বলেছিলেন যে ‘এটি কীভাবে বর্ণনা করব তা আমার কাছে শব্দ নেই । তিনি বলেন, এই সবই ইসরোর পুরো দলের কঠোর পরিশ্রমের ফল।’
এর সাথে মহাকাশ সংস্থার পরবর্তী মিশনের কথাও জানিয়েছেন ইসরো প্রধান । তিনি সংবাদ সংস্থা এএনআই-এর সাথে কথোপকথনে সূর্য মিশন উৎক্ষেপণের সময় বলেছেন । তিনি বলেছেন,সূর্য মিশন আদিত্য এল-১ প্রস্তুত । এটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চালু করা যেতে পারে । সোমনাথ জানান, লঞ্চের পর এই যানটি গন্তব্য এল-১-এ পৌঁছতে বেশ কয়েক দিন সময় লাগবে।
পাশাপাশি মনুষ্যবাহী মিশনের গগনযান সম্পর্কেও আপডেট দেওয়া হয়েছে । সোমনাথ বলেন, আমরা গগনযানেরও প্রস্তুতি নিচ্ছি । ম্যান মিশনের আগে আমরা সেপ্টেম্বর বা অক্টোবরের পর আরও অনেক পরীক্ষামূলক মিশন করতে যাচ্ছি । সেগুলির পর ২০২৫ সালে ম্যান মিশন শুরু করব ।।