এইদিন ওয়েবডেস্ক,গাজা,২৭ জানুয়ারী : বৃহস্পতিবার ফিলিস্তিনি সন্ত্রাসবাদীরা ইসরায়েলে রকেট হামলা চালালে শুক্রবার পালটা রকেট হামলা চালালো ইসরায়েল বাহিনী । গাজা থেকে প্রায় ১২ কিমি উত্তরে হামাসের নিয়ন্ত্রিত আশকেলন শহরে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ফুটেজ সম্প্রচার করেছে ইসরায়েলের চ্যানেল ১২ । তার ঘণ্টা খানেক পর ইসরায়েলের সামরিক বাহিনী গাজায় হামলার বিষয়টি স্বীকার করেছে । ইসরায়েলি বিমান হামাসের একটি সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে আঘাত করে । তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি । এই বিষয়ে হামাসের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি । এর আগে বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরে ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত এক বৃদ্ধাসহ ১০ জন নিহত এবং কমপক্ষে ২০ জন আহতের খবর পাওয়া গেছে ।
ওয়েস্ট ব্যাঙ্কে ইসরায়েলি বাহিনীর অভিযান প্রসঙ্গে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের একজন শুধু আল-রাম এলাকার বাসিন্দা, বাকিরা সবাই শরণার্থী শিবিরের আশ্রয় নেওয়া লোকজন । এদিলেই এ ঘটনার পর থেকে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। জেনিনে ঘটনার পর ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, তারা ইসরায়েলের সঙ্গে নিরাপত্তা চুক্তি সমাপ্ত করেছে । এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল পরিস্থিতির অবনতি চাইছে না, যদিও তিনি নিরাপত্তা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন । উত্তেজনা কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও আরব কর্মকর্তারা ইসরায়েল ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন বলে সূত্রের খবর ।।