এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,৩০ ডিসেম্বর : গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে নৃশংসতার সমস্ত সীমা অতিক্রম করেছিল ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাস । তারপর থেকেই কট্টর মৌলবাদী রাষ্ট্র কাতার ও ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হামাসের প্রতি ক্ষোভে ফুঁসছে ইসরায়েলিসহ বিশ্বের অমুসলিম সম্প্রদায়ের মানুষ । এখন সেই ক্ষোভের মুখে পড়তে হচ্ছে হামাসের সমর্থক ফিলিস্তিনের নাগরিকদের । তুর্কির সংবাদমাধ্যম আনাদোলু দাবি করেছে যে ইসরায়েলিরা ফিলিস্তিনি তাঁবু লক্ষ করে ড্রোনে করে অ্যাসিড ছুড়েছে ।
খবরে বলা হয়েছে,ওয়েস্ট ব্যাঙ্কের বেথলেহেম শহরের পূর্ব দিকে আল-রাশায়িদার বনাঞ্চলে ফিলিস্তিনের একটি তাঁবুতে ড্রোনের সাহায্যে নাইট্রিক এসিড ঢেলে দেয় ইসরায়েলিরা । এ ঘটনায় ওই তাঁবুতে থাকা লোকজনের কেউ ক্ষতিগ্রস্ত না হলেও আতঙ্কিত হয়ে তারা ওই স্থান ছেড়ে পালিয়ে যায়। গত বুধবার (২৭ ডিসেম্বর ২০২৩) এই ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে ।
বেথলেহেমের ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট রেজিস্ট্যান্স কমিশন অফিসের পরিচালক হাসান ব্রিজিয়েহ এই ঘটনা সম্পর্কে জানান, ইসরায়েলের বসতি স্থাপনকারীরা ড্রোন ব্যবহার করে মোহাম্মদ আওয়াদের (৪০) তাঁবুতে নাইট্রিক অ্যাসিড ঢেলে দেয়। ওই সময় তিনি ও তার পরিবারের নয়জন সদস্য ওই তাঁবুতে ছিলেন। অ্যাসিডে পরিবারের কারো কোনো ক্ষতি না হলেও তাঁবুটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
হাসান ব্রিজিয়েহের অভিযোগ, আল-রাশায়িদা এলাকায় বসবাসরত ফিলিস্তিনি বসতিগুলো ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা বারবার হামলার শিকার হচ্ছে। বিশেষ করে ৭ অক্টোবরের পর থেকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পাশাপাশি ইসরায়েলি বসতি স্থাপনকারীরাও বেসামরিক ফিলিস্তিনিদের ওপর হামলা চালাচ্ছে। অথচ আন্তর্জাতিক আইন অনুযায়ী ইসরায়েলের এসব বসতি স্থাপনকারীরাই ফিলিস্তিনি ভূমিতে অবৈধভাবে বসবাস করছে। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তাদেরকে এসব বসতি সরিয়ে নিতে বললেও তা উপেক্ষা বসতি দিন দিন বাড়িয়ে গেছে ইসরায়েল।’ যদিও ইসরায়েলের তরফ থেকে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।।