এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,২০ অক্টোবর : সন্ত্রাসী গোষ্ঠী হামাসের সমর্থক গাজা স্ট্রিপের যেকোনো বাসিন্দা ইসরায়েলের জন্য চরম বিপদজ্জনক । ইসরায়েলে সন্ত্রাসী গোষ্ঠী হামাসের হামলার পর ইহুদি-মুসলিমদের মধ্যে পারস্পরিক বিশ্বাসের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে । তাই গাজার বাসিন্দাদের অবৈধভাবে ইসরায়েলে বসবাসের উপর কড়া নজর রাখছে পুলিশ ও গোয়েন্দারা । এমতবস্থায় গাজা স্ট্রিপের চার বাসিন্দাকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ । পুলিশ জানিয়েছে,তারা ইসরায়েলের বেরশেবার (Beersheba) এলাকার একটি গোপন অ্যাপার্টমেন্টে অবৈধভাবে বসবাস করছিল । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গোপন অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতার করা হয় । কি উদ্দেশ্যে তারা অত্যন্ত গোপনে বসবাস করছিল তা জানতে পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে । তবে পুলিশের বিবৃতিতে বলা হয়নি যে তারা হামাসের সন্ত্রাসী কিনা । গত ৭ অক্টোবরে যেসমস্ত হামাস সন্ত্রাসী দক্ষিণ ইসরায়েল জুড়ে ব্যাপজ নাশকতা চালিয়ে ১,৪০০ জনকে হত্যা করেছিল, হত্যাকারীদের সেই দলে তারা ছিল কিনা তা এখনো স্পষ্ট নয় ।
এদিকে জেরুজালেম মিউনিসিপ্যালিটির একজন আরব কর্মীকে লাঞ্ছিত করার সন্দেহে দুই ইহুদি যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল পুলিশ । ধৃতরা হল ২০ বছর বয়সী মেভো মোদিম থেকে এবং ১৮ বছর বয়সী পিসগাট জিয়েভ । পুলিশ একটি বিবৃতিতে বলেছে যে বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে তারা মহানে ইহুদা মার্কেট এলাকায় রাস্তা পরিষ্কার করার সময় একজন পৌরসভার কর্মীর উপর হামলা চালায় । পুলিশ বলছে, আক্রান্ত শ্রমিককে হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়নি । সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং আজ তাদের আদালতে তোলা হবে ।।