এইদিন ওয়েবডেস্ক,তেল আবিব,০৫ নভেম্বর : গাজায় পরমাণু বোমা ফেলার পরামর্শ দিলেন ইসরায়েলের ঐতিহ্যমন্ত্রী আমিচাই এলিয়াহু । টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলের ওটজমা ইহুদিত পার্টির ডানপন্থী মন্ত্রী আমিচাই এলিয়াহু রেডিও কোল বেরামায় একটি সাক্ষাৎকার দিয়েছিলেন । সেই সাক্ষাৎকারে তিনি বলেন,’ইসরায়েলের উচিত গাজা উপত্যকার ওপর একটি পারমাণবিক বোমা ফেলা । তবে এটি একটি সম্ভাবনা মাত্র ।’ এলিয়াহু পুরো গাজা পুনর্দখল করার জন্য ইহুদি রাষ্ট্র ঘোষণার পক্ষেও নিজের ইচ্ছা ব্যাক্ত করেছেন । তিনি বলেছেন, গাজা অঞ্চলটির ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি জনসংখ্যা ‘আয়ারল্যান্ড বা মরুভূমিতে চলে যেতে পারে। গাজার দানবদের নিজেদেরই সমাধান খুঁজে বের করা উচিত।’
যদিও বিষয়টি ভালো চোখে দেখেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু । তিনি আমিচাই এলিয়াহুকে আজ রবিবার সাময়িকভাবে বরখাস্ত করেছেন । সাক্ষাৎকারের পর এলিয়াহুকে অনির্দিষ্টকালের জন্য ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে যোগদান থেকে তাঁকে নিষেধ করা হয়েছে।রবিবার সকালে জারি করা এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, ‘আমিচাই এলিয়াহুর কথাগুলো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ইসরায়েল ও আইডিএফ জড়িত নয় (যুদ্ধে) এমন ব্যক্তিদের ক্ষতি রোধে আন্তর্জাতিক আইনের সর্বোচ্চ মান অনুযায়ী কাজ করছে এবং আমরা বিজয়ের জন্য এটি চালিয়ে যাব।’ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘এটি একটি ভালো বিষয় যে এ ধরনের লোকেরা ইসরায়েলের নিরাপত্তার দায়িত্বে নেই ।’
এদিকে বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হতেই এলিয়াহু পারমাণবিক বোমা ফেলার নিজের আহ্বান থেকে পিছিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, ‘এটি সব বিবেকবান মানুষের কাছে স্পষ্ট যে পরমাণু (বোমা) সম্পর্কে বিবৃতিটি রূপক।’ তিনি আরও বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী ও অসম প্রতিক্রিয়া অবশ্যই প্রয়োজন, যা নাৎসি ও তাদের সমর্থকদের কাছে স্পষ্ট করবে যে সন্ত্রাসবাদের কোনো মূল্য নেই। এটিই একমাত্র ফর্মুলা, যা গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সন্ত্রাস মোকাবেলায় ব্যবহার করতে পারে। একই সঙ্গে এটা স্পষ্ট যে ইসরায়েল রাষ্ট্র পনবন্দিদের নিরাপদে ও সুস্থভাবে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ।’।