এইদিন ওয়েবডেস্ক,গাজা,১২ মে : গাজায় ইসলামিক জিহাদের রকেট ইউনিটের(Islamic Jihad’s Rocket Launching Force) শীর্ষ কমান্ডারসহ অন্তত ২৫ জনকে হত্যা করেছে ইসরায়েলের বাহিনী । ফিলিস্তিনি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গাজায় নিহতদের মধ্যে ১১ মে ১৫ জন,১০ মে ৭ জন এবং গত সপ্তাহে ৩ জন মারা গেছে । এছাড়াও গাজায় ইসরায়েলের বিমান হামলা শুরু হওয়ার পর অন্তত ৭৬ জন আহত হয়েছে বলে জানা গেছে ।বৃহস্পতিবার ইসরায়েল ডিফেন্স ফোর্সের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়েছে,’আমরা সবেমাত্র ইসলামিক জিহাদের রকেট লঞ্চিং ফোর্সের কমান্ডার আলি গালি এবং সেইসাথে গাজার অন্য দুই ইসলামিক জিহাদ অপারেটিভকে টার্গেট করেছি। গালি আইজে-এর একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব ছিলেন, পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক রকেট হামলার জন্য দায়ী ছিলেন।’
উল্লেখ্য,গাজায় বিমান হামলায় নিহত আল কুদস ব্রিগেডের প্রধান আলী হাসান গালি ওরফে আবু মুহাম্মদের রকেট পরিচালনায় ২০ বছরের অভিজ্ঞতা ছিল । ৪৮ বর্ষীয় আলী হাসান গালি ৯০-এর দশকে ইসলামিক জিহাদের সাথে যুক্ত হয়েছিলেন । তিনি শুধু সন্ত্রাসীদের রকেট চালানোর প্রশিক্ষণই দিতেন না, নিজেও রকেট লঞ্চার তৈরি করতেন। তাকে হত্যার পর আইডিএফ তার ছবি প্রকাশ করেছে ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে,ইসরায়েলের বাহিনীর হানায় ইসলামিক জিহাদের রকেট ইউনিটের শীর্ষ কমান্ডার আলী হাসান গালিসহ প্রায় ২৭ জন সন্ত্রাসবাদী নিহত হওয়ার পর ইসরায়েল লক্ষ্য করে অন্তত ৫৪৭ টি রকেট ছোড়ে ফিলিস্তিনি সন্ত্রাসী সংগঠন । মধ্যে ৩৬৮ টি রকেট সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে এসে পড়ে । সন্ত্রাসবাদকে সবার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী লিখেছে, ইসলামিক জিহাদের ছোড়া রকেটের ২৫ শতাংশ গাজাতেই পড়েছে । যে কারণে সেখানকার মানুষও আহত হয়েছে ।।